|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

`বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলেন তারেক। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে বলেন, বঙ্গবন্ধু যদি ৭ মার্চ সেনাবাহিনীর বাঙালি অফিসারদের নিয়ে যুদ্ধ শুরু করতেন, তাহলে যে ‘সামান্য সংখ্যক’ পাকিস্তানি সৈন্য তখন ছিল, তাদের সহজেই পরাজিত করা যেত; প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি অনেক কমানো যেত। তিনি দাবি করেন, বঙ্গবন্ধু ‘পাকবন্ধু’ ছিলেন বলেই এমনটি করেননি। আর সে কারণে তাকে ‘রাজাকার’ আখ্যায়িত করা যায়।'
ঠিক বুঝলাম না মামুর ব্যাটা কয় কি??? কি মনে হয় মাথা আছে না গেছে!!! ৭ মার্চ যুদ্ধ শুরু করলে ওইটারে বিশ্ব মুক্তিযুদ্ধ কইতো নাকি দেশদ্রোহীতা কইতো ওইটা বুঝার বয়স কি এখনো তার হয় নাই??? রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার দুনিয়ার ইস্যু থাকতে তিনি কি আজব সব বিষয় নিয়ে কথা বলেন??? তবে প্রশ্ন থেকেই যায় তারেক রহমানের বক্তব্য লিখে দেয় কোন পাগলে...নাকি নিজেই লেখেন...তাইলে বলতেই হয় ১/১১ তে মাজার সঙ্গে মাথাটাও গেছে...সংবিধান, রাজনীতি অথবা রাষ্ট্রনীতি সর্ম্পকে বিন্দুমাত্র ধারণা আছে এমন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরণের কথা বলতে পারে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করা কঠিন...
এই বক্তব্য যে তার বিরোধী দলকে ঘায়েল না করে উল্টো তার শূন্য মস্তিষ্কের পরিচয় দিচ্ছে এইটা বলার মতো বোধহয একজন মানুষও তার আশপাশে নেই...আফসোস আজ যদি তার পিতা বেঁচে থাকতো তাহলে আর কিছু না হোক তাকে জোরে কানমলা দিয়ে বলতেন, উজবুক তুই তো তোর নিজের পায়েই কুড়াল মারবার বন্দোবস্ত পাকা করেছিস...
 ৩ টি
    	৩ টি    	 +২/-০
    	+২/-০২|  ২১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৩
২১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৩
নাহিনরানা বলেছেন: তারেক রহমানের কাছ থেকে এর চেয়ে বেশী
কি আশা করা যেতে পারে।  
   
 
৩|  ২১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৮
২১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৮
হামিদ আহসান বলেছেন: মামাতো ভাইয়ের মাথাটা গেছে ............
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:২৮
২১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:২৮
নিয়ামুল ইসলাম বলেছেন: অশিক্ষিত এইসব লোভীদের কাছ থেকে এর চেয়ে বেশি কি আর আশা করা যেতে পারে ??