|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জনাব আপনারা সবাই মানুষ 
আমরা সবাই শুয়োরের বাচ্চা...
আর তাই অাপনাদের ছেলে-মেয়েদের পড়ালেখা একদিনের জন্যও বন্ধ হয় না...
অকালে বাবা হারালেও 
পরীক্ষার জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ধরতে দেরি হয় না...
শুধু আমাদেরগুলোর পরীক্ষাই পেছাতে থাকে যুগের পর যুগ।
আপনাদের আজরাইল বাস করে মাউন্ট এলিজাবেথের বারান্দায়
আর আমাদেরটা সরকারি হাসপাতালেই ঘোরাফেরা করে।
প্রতিপক্ষকে ঘায়েলের চিন্তায় 
সফেদ কোমল বিছানায় আপনাদের বিনিদ্র রাত কাটে  
বার্ণ ইউনিটের বিছানায় অামরা গা লাগাতে পারিনা ,
সারা শরীরে দগদগে ঘা বলে।
ক্ষমতার পালাবদলে 
আপনাদের কারো সন্তান আমেরিকায় কারোবা ইউকে
আর আমাদের ছানাপোনারা 
বরাবরই এ দেশের ময়লা কাদা-পাঁকে ।
মহামান্য আমাদের রক্তেই 
আপনারা কেউ দেশনেত্রী কেউবা আপোষহীন
তাই একটিবারের জন্য হলেও আমাদের 
শুয়োর থেকে মানুষ হবার সুযোগ দিন!!!
 ৭ টি
    	৭ টি    	 +১/-০
    	+১/-০২|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৪৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৪৫
আহমেদ জী এস বলেছেন: রিপন ইমরান , 
চমৎকার লিখেছেন আমাদের মতো সহায়হীন ১৫ কোটি ৯৯ লাখ মানুষের (?) কথা । বাকী ১ লাখ অতিমানুষদের স্বর্গীয় জীবনযাত্রার কথাও বলেছেন সত্য করে । 
মহামান্য আমাদের রক্তেই 
আপনারা কেউ দেশনেত্রী কেউবা আপোষহীন
তাই একটিবারের জন্য হলেও আমাদের 
শুয়োর থেকে মানুষ হবার সুযোগ দিন!!! 
আপনাকে আমাকে মানুষ হবার সুযোগ কেউ করে দেবেনা । আমাদের নিজেদেরকেই  জাগতে হবে ।
 ঐ সব অতিমানুষদের আস্তাকুঁড়ে নিক্ষেপের এখনই সময়.......... 
৩|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৪৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৪৭
নিলু বলেছেন: লিখে যান
৪|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০১
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০১
চাঁদগাজী বলেছেন: 
" শুয়োর থেকে মানুষ হবার সুযোগ দিন!!!  "
-এটাই বেকুবী; সুযোগ নিজেদের করে নিতে হয়।
৫|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৫৪
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: 
কোকোর মেয়েদের পরীক্ষা মালয়েশিয়ায়; তারেকের মেয়ের পরীক্ষা লন্ডনে; দিলীপ বড়ুয়ার মেয়ের ডাক্তারী পরীক্ষা কানাডায়, শেখ হাসিনার নাতনীর পরীক্ষা আমেরিকায়।
আমাদের ১৫ লাখের পরীক্ষা বোমাবাজদের হাতে। 
৬|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:১০
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:১০
বদিউজ্জামান মিলন বলেছেন: মহামান্য আমাদের রক্তেই 
আপনারা কেউ দেশনেত্রী কেউবা আপোষহীন
তাই একটিবারের জন্য হলেও আমাদের 
শুয়োর থেকে মানুষ হবার সুযোগ দিন!!
স্রেফ অসাম। আমি ভাষা হারিয়ে ফেলেছি। রিপন ইমরান আপনার আসলেই তুলনা হয়না। কিন্তু আর কতদিন এভাবে হিউম্যান কাবাব হবো? কেউ কি আমাদের জন্য এগিয়ে আসবে না?
৭|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:২৩
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৬:২৩
রিপন ইমরান বলেছেন: নাহ আসবে না...আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে...
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৯
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
কোকোর মেয়েদের পরীক্ষা মালয়েশিয়ায়; তারেকের মেয়ের পরীক্ষা লন্ডনে; দিলীপ বড়ুয়ার মেয়ের ডাক্তারী পরীক্ষা কানাডায়, শেখ হাসিনার নাতনীর পরীক্ষা আমেরিকায়।
আমাদের ১৫ লাখের পরীক্ষা বোমাবাজদের হাতে।