|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুনলাম খালেদার কার্যালয় কাঁটাতারে ঘিরছে বিএনপি...বাহ্ কী আনন্দ...আমাদের অরক্ষিত রেখে আপনি হচ্ছেন সুরক্ষিত...আপনি না আপোষহীন নেত্রী...তাহলে নিজেকে কাঁটাতারে ঘিরে জনগনের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন কেনো??? রাস্তায় বেরিয়ে আসুন..এই কাঁটাতার দেখলেই অামার আর্মি ক্যাম্প বা সীমান্তের কথা মনে পড়ে...যেখানে র্নিদ্বিধায় বুলেটের খেলা চলে...আমি কখনো দেখিনি কাউকে নিজের ডেরা এভাবে কাঁটাতারে ঘিরে রাখতে...(অবশ্য আমরা ছোটলোকেরা দেখেছিই বা কতোটুকু)...তবুও এভাবে ঘিরে ফেলছেন কেনো নিজেকে??? কীসের ভয়ে...কদিন আগেই না পুলিশের বেষ্টনী ভেঙে বেরুতে চাইছিলেন আমাদের অধিকার রক্ষা করবেন বলে...আজ আবার নিজেই সুরক্ষার বেড়ি পরাচ্ছেন কীসে ভয়ে!!!
যদি বলেন সরকারি বাহিনীর কাছ থেকে রেহাই পেতে এই ব্যবস্থা...
তাহলে বলতেই হয় আর যাই ভাবেন আমাদের বোকাচো ভাববেন না...কারন আমরা জানি,  আততায়ীর বুলেট কখনো কাঁটাতার আটকাতে পারেনি...কাঁটাতার পারেনি মৃত মানুষের ঢল আটকাতে...তাই বেরিয়ে আসুন ওই কাঁটাতারের বেড়াজাল থেকে...
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১১:০২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১১:০২
নীল আকাশ ২০১৪ বলেছেন: কাঁটাতার দেখলেই চোখে মরিচের গুড়া পড়ে, তুমাদের নেত্রী যে উনার নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, বিজিবি, ইটের ট্রাক, বালুর ট্রাক, পেপার স্প্রে দিয়ে ওনার যাতায়াতের রাস্তাই বন্ধ করে দিয়েছিলেন, সেটা চোখে পড়েনা?
৩|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১১:০৫
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১১:০৫
এসব চলবে না..... বলেছেন: 
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:২৪
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:২৪
নিলু বলেছেন: কি জানি কি হচ্ছে , দেখতে থাকি ,