|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আজকের দুপুরটা একটা রোদজ্বলা মরা দুপুর...এই দুপুরটা ভাত খাবার পর মায়ের চোখ ফাঁকি দিয়ে, না ঘুমিয়ে বিছানায় শুয়ে শুয়ে পকেটে লুকিয়ে রাখা ছোট্ট গাড়িটা দিয়ে খেলবার দুপুর...ক্লোস্টরেল, প্রেশার আর লোডশেডিংয়ের জ্বালায় অস্থির মাঝবয়েসী মায়েদের কালো ঠান্ডা সিমেন্টের মেঝেতে মাদুর পেতে ঘুমোবার দুপুর...অনেক কষ্টে কোচিং ফাঁকি দেয়া কিশোরী প্রেমিকার সঙ্গে হুড তুলে রিকশায় ঘুরবার দুপুর...সদ্য বিবাহিতা তরুণীর বরকে ফোন করে আহ্লাদী গল্পের দুপুর...একান্ত নির্জনে খোলা ময়দান বা পার্কে টুক করে চুমু খাবার দুপুর...সেই কবেকার কোন প্রেমিকের কথা মনে করে মন খারাপ করবার দুপুর...পরকীয়া প্রেমে মত্ত হবার দুপুর...সমুদ্র পাড়ের কোন পাঁচ তারা হোটেলের ধপধপে সাদা বিছানায় শুয়ে এসির হিমশীতল হাওয়ায় ঢুলুঢুলু চোখে জানলা দিয়ে সমুদ্রটাকে শেষবারের মতো দেখবার দুপুর...
 ১৫ টি
    	১৫ টি    	 +১/-০
    	+১/-০  ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৩:৫৮
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৩:৫৮
রিপন ইমরান বলেছেন: আরো...??? কতো কিছুই তো বলা যায় শায়মা...:-)
২|  ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৩:৫০
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৩:৫০
উধাও ভাবুক বলেছেন: আমার ও শায়মার মত বলতে ইচ্ছে হচ্ছে, তারপর...
  ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৩:৫৯
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৩:৫৯
রিপন ইমরান বলেছেন: এবার আপনারা বলুন...
৩|  ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:০৬
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:০৬
উধাও ভাবুক বলেছেন: এখনও বলার মুডে নেই, শোনার মুডে আছি...
শুভকামনা রইল।
৪|  ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:০৮
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:০৮
শায়মা বলেছেন: উধাও ভাবুকের মনে কিন্তু অনেক ভাবনা জমা আছে ভাইয়া তবে উনি মাঝে মাঝে ভাবনা থেকে উধাও হয়ে যায় তো তাই ভাবনাগুলো আর ধরে রাখা হয়না।
৫|  ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:১২
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:১২
উধাও ভাবুক বলেছেন: @শায়মা আপু...
  
   
   
   
 
৬|  ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:২১
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:২১
শায়মা বলেছেন: দুপুর মানে ছোট্টবেলা
একা একা একলা খেলা
হাড়ি পাতিল রান্নাবাটি
বউ পুতুলের গয়নাগাটি।
হঠাৎ হাঁকা বাঁদামওলা
হাওয়াই মিঠার বাক্স খোলা
আইসক্রিমের টুন টুনা টুন
চানাচুরের ঝুন ঝুনা ঝুন। 
বোতল খোলা ছাদের আচার
আহ কি মজা বিষম মজার
চুপি চুপি পাখির বাসা
টুকটুকে ছা ভীষন খাসা।
৭|  ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:৩৩
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:৩৩
শায়মা বলেছেন:  কিশোরবেলা মাঝ দুপুরে
মা যখনই ঘুমের ঘোরে
ইতি উতি এদিক সেদিক
ফোনের পাশে ঠিক ঠিকা ঠিক।
রিসিভারে ফিসফিস সূর
মন হারানো উদাস দুপুর
সাইকেলেতে ঘন্টি বাজে
জানলা পাশে আধেক লাজে।
দৌড়ে যাওয়া গ্রিলের জালে
চিরকুটটা পড়লো গলে
সেথায় লেখা ভালোবাসি
লাজ রাঙানো মধুর হাসি।  
 
৮|  ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:৪৭
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৪:৪৭
শায়মা বলেছেন: অভিমানী তরুন দুপুর
জল টলমল পদ্ম পুকুর
চোখের পাতায় জলের মোতি
গড়ছে স্মৃতি দুঃখবতী।
দীর্ঘ প্রহর সূচীর সুতো
ফুল ফাগুনে আঁকছে যত
নক্সিকাঁথায় রাখছে ধরে
হারানো প্রেম যতন করে।  
উফ অনেক পাগলামি হইসে । আর না .......
  ০৩ রা মার্চ, ২০১৫  রাত ৮:৩২
০৩ রা মার্চ, ২০১৫  রাত ৮:৩২
রিপন ইমরান বলেছেন: বাপরে...আপনিতো ভীষন রকমের ভালো লিখেন...
৯|  ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৫:০৫
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৫:০৫
উধাও ভাবুক বলেছেন: শায়মা এই কবিতাটা তো জেন্ডার দোষে দুষ্ট।
১০|  ০৩ রা মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৫
০৩ রা মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৫
শায়মা বলেছেন: তুমি অপজিটটা লিখো !
  ০৩ রা মার্চ, ২০১৫  রাত ৮:৩৪
০৩ রা মার্চ, ২০১৫  রাত ৮:৩৪
রিপন ইমরান বলেছেন: হুমম...উধাও ভাবুক...আপনিও দেখান আপনার হেকমতি :-)
১১|  ০৫ ই মার্চ, ২০১৫  বিকাল ৩:১১
০৫ ই মার্চ, ২০১৫  বিকাল ৩:১১
উধাও ভাবুক বলেছেন: @রিপন ইমরান ভাই আমি আগেই বলেছি আমার হেকমতি/কেরামতি কোনটাই নেই।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৩:৪৬
০৩ রা মার্চ, ২০১৫  বিকাল ৩:৪৬
শায়মা বলেছেন: আর??..........