|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবাহাওয়া অধিদপ্তর বলেছে, রাজধানীসহ সারাদেশে বৃষ্টি ঝরাচ্ছে পশ্চিমা লঘুচাপ। শুনলাম আমাদের রাজনীতিতেও নাকি প্রভাব বিস্তারের চেষ্টারত পশ্চিমা লঘুচাপ। ঝড়বৃষ্টির দেশের মানুষ আমরা। এসব পশ্চিমা লঘুচাপের ফলে সৃষ্ট বৃষ্টি আমাদের বিব্রত করে না, উল্টো আমরা রোমান্টিসিজমে ভুগতে থাকি। আমাদের রাজনীতিবদরাও তো এদেশেরই সন্তান। আশা রাখি তাদের উপরেও কোন প্রভাব ফেলবে না পশ্চিমা লঘুচাপ। শুধু প্রার্থণা এই চাপ যেনো লঘুই থাকে। লঘু থেকে গুরু হলেই কিন্তু বিপদ। তা সে প্রকৃতিতেই হোক বা রাজনীতিতে।
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৫  দুপুর ১:৩১
০৪ ঠা মার্চ, ২০১৫  দুপুর ১:৩১
আরণ্যক রাখাল বলেছেন: বুঝি নাই