নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

খালেদার বাড়ি ফেরা

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৩

তিন মাস পর ঘরে ফিরলেন খালেদা...শুধু ঘরে ফেরেনি

পেট্রোল বোমায় পুড়ে যাওয়া মানুষগুলো...যদিও পরিসংখ্যান বলছে বার্ণ ইউনিটের বিছানাগুলাে এখন খালি...পুত্রের মৃত্যু তাকে ঘরে ফেরাতে না পারলেও আদালত ঠিকই তাকে ঘরে ফেরার পথটা চিনিয়ে দিয়েছে...গনতন্ত্র রক্ষার যে আন্দোলনে তিনি নেমেছিলেন তা অসম্পূর্ণ রেখেই বাড়ি ফিরে গেলেন তিনি...



বাড়ি ফেরার না ফেরার ব্যাপারটা বাঙালি মধ্যবিত্তের জীবনে বিশাল একটা ব্যাপার...এটা খালেদা জিয়ার মতো উঁচু তলার মানুষেরা টের না পাবারই কথা...নিজের কথাই বলি...পরিবারের সবার ধারণা আমি মনের দিক থেকে যথেষ্ট শক্ত প্রকৃতির...কারন আমিই পরিবারের একমাত্র সদস্য যে বাড়ির সবাইকে ছাড়া অনায়াসে এক সপ্তাহ বাড়ির বাইরে ঘুরে আসতে পারি...যদিও টানা দশদিন বাড়ি বাইরে থাকলেই ঘরে ফেরার জন্য আমার মাথা নষ্ট হয়ে যায়...কিন্তু পরিবারের বাকীদের ক্ষেত্রে এই সময়সীমা মাত্র ৩ দিন..



তো এই পরিবারের পূর্ণবয়স্ক ছোট শিশু Rakibul Hasan​ গতকাল জার্মানী চলে গেলাে পড়তে...বাড়ির সবার নাকের জল চোখের জল এক...এয়ারপোর্টে বিদায় জানানোর সময় একটাই উপদেশ ছুটিছাটা পেলেই বাড়ি ফিরে এসো...হোক তা এক সপ্তাহের জন্য...



ছােট ভাইকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের পার্কিংলটে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছি...দেখলাম অসংখ্য মানুষ রাত জেগে মশার কামড় উপেক্ষা করে বিদেশ ফেরত স্বজনটিকে বাড়িতে ফেরত নিতে এসেছে...বিমানবন্দর থেকে বেরিয়েই প্রিয় মানুষটিকে দেখে বুকে জড়িয়ে ধরে একচোট কেঁদে নিচ্ছে...এরা সবাই মধ্যবিত্ত নয়তাে নিম্নবিত্ত...অপেক্ষার তালিকায় উচ্চবিত্তরা নেই...তারা ড্রাইভার সমেত গাড়ি পাঠিয়ে খালাস...



বিমানবন্দরের ওপরের তলায় স্বজন বিদায়ের করুণ অশ্রু...নীচের তলায় স্বজন ফেরার আনন্দ অশ্রু...কিন্তু যে মানুষেরা জেনে যায় তাদের স্বজনেরা আর কােনদিন ঘরে ফিরবেনা তাদের অশ্রুটা কেমন হয়???



আমি জানতে চাই না...কেউ জানুক তাও চাই না...শুধু চাই দেরীতে হলেও খালেদার মতো করে সবাই নিরাপদে বাড়ি ফিরে যাক...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৩

কাউন্টার নিশাচর বলেছেন: গত কয়েক বছর ধরে পরিবার পরিজন ছাড়া আমিও প্রবাসে ছিলাম। পরিবারকে মিস করার ব্যাপারটা তাই কিছুটা হলেও বুঝি।

সত্যের জয় অনিবার্য, দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে আটকাতে পারেনি মিথ্যার বেড়াজালে, জামিন পেয়েছে মাদার অফ ডেমক্রেসি লিডার।

বাংলাদেশ জিন্দাবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.