|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল বলেছেন, 'সব দিন সমান যায় না।'....কথা সত্য...
তবে সমস্যা হচ্ছে, সবদিন সমান যায় না...এক মাঘে শীত যায় না...আমাগোও দিন আইবো...হাতে পাইয়া লই...আল্লায় বিচার করবো...এই টাইপের কথাগুলো বরাবরই ভীতু, দুর্বল সাধারণ মানুষের সবলের প্রতি নিজের আক্ষেপ প্রকাশের ডায়লগ...
যারা এই কথাগুলো বলেন তারা নিজেরাই মন থেকে বিশ্বাস করেন না কথাগুলাে...তাই এই টাইপের হতাশামাখা বচন সাধারণ মানুষের মুখেই মানায়...কোন রাজৈনতিক দলের প্রধানের মুখে এই ধরণের কথা বেমানান...কারন তার দিন ভালো যাচ্ছে না এটা তার দুর্বলতার চরম স্বীকারোক্তি...আর কে না জানে রাজনীতিতে নিজের দুর্বলতা প্রকাশের মতো বোকামী আর দ্বিতীয়টি নেই...
নির্বাচনের যে প্রার্থী জানেন তিনি নির্বাচনে সর্বসাকুল্যে ১০০ ভোটও পাবেন না তিনিও নির্বাচনের ফলাফল ঘোষনার আগে স্বগৌরবে ঘােষনা দেন, আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী...এই যেমন আমাদের এরশাদ কাকু প্রতি জনসভাতেই জনা চল্লিশেক লােকের সামনে বাণী আওড়ান, 'এদেশের ১৬ কোটি জনগন আমার সঙ্গে আছে'...
আর আপনি সাবেক প্রধানমন্ত্রী দেশের বৃহত্তম রাজৈনতিক দলের প্রধান হইয়া নিজে যে এখন খুব খারাপ দিন কাটাইতাছেন তা ভরা মজলিসে ফাঁস কইরা দিলেন...এইটা কিছু হইলো...
আমার মতো ভোঁদাইও এখন বুঝে, আপনার এবং আপনার পুরো দলের কর্তাব্যক্তিদের এক বছরের একটা 'রাজৈনতিক গ্রুমিং'-এর ডিপ্লোমা কোর্স দরকার...আর সেটা করার জন্য আমার জানা মতে সবচে ভালো পাঠশালা হচ্ছে 'আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৭ শে এপ্রিল, ২০১৫  দুপুর ২:২৯
২৭ শে এপ্রিল, ২০১৫  দুপুর ২:২৯
নবীউল করিম বলেছেন: ++
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৫  দুপুর ১২:৫৪
২৭ শে এপ্রিল, ২০১৫  দুপুর ১২:৫৪
নিয়ামুল ইসলাম বলেছেন: বি এন পির কর্তা ব্যক্তিদের কাজ কাম দেখলে অতি কষ্ট পেলেও হাসি আটকাতে পারি না। 
  