|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ওদের নিয়তিই ভাসিয়ে নিয়ে এসেছে এখানটায়
ডাঙা ছেড়ে তাই ছোট্ট কাঠের নৌকায় ভাসছে ওরা।
ওদের কোন দেশ নেই
ওরা কারো নয়
কখনো বাঙালি কখনো রোহিঙা কখনোবা সমুদ্র পথের অবৈধ অভিবাসী
আর যাই হোক ওরা এখন আর মানুষ নয়।
ওদের কান্নায় এতােটুকু্ও বিচলিত হয় না বিশ্ব বিবেক
হাজার মাইল ফাঁকা প্রান্তরের দেশেও এক ইঞ্চি মাটি মেলে না।
মরে গেলে সমুদ্রেই ছুঁড়ে ফেলে দেয়া হয়
এমনকি ফেলে দেয়া হয় জীবিতদেরও।
সমুদ্রের মাছগুলাে দিনদিন মোটাতাজা হয়
নিয়তিই ওদের নিয়ে আসে খাবার টেবিলে
চামচ আর ছুরির আঘাতে ছিন্নভিন্ন হয়
ভিটামিনে ভরপুর আধ সেদ্ধ মরা মাছেরা ।
কাঁটা ছড়ানাে লালচে টুকরোটা চিবুতে চিবুতে
মহামান্য হুট করে বলে ওঠেন
আজকাল মাছেও মাংসের গন্ধ পাওয়া যায়!
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৮ ই মে, ২০১৫  রাত ৮:৪৪
১৮ ই মে, ২০১৫  রাত ৮:৪৪
ফয়সল নোই বলেছেন: 
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৫  রাত ১০:৪১
১৭ ই মে, ২০১৫  রাত ১০:৪১
অগ্নিবীণা! বলেছেন: এটাই চরম বাস্তবতা!