|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টেক্সাসে বাইকার গুণ্ডাদের গোলাগুলিতে নিহত হয়েছে ৯ জন। রোববার স্থানীয় সময় দুপুরের পর টেক্সাসের ওয়াকো শহরের ব্যস্ত বিপণি এলাকায় টুইন পিকস স্পের্টস বার অ্যান্ড গ্রিল নামের একটি রেস্তোরাঁর সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে ওই রেস্তোরাঁর গাড়ি রাখার জায়গা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন্ট ডব্লিউ প্যাট্রিক সোয়ানটন জানান, মারামারি শুরু হয় ঘোষাঘুষি দিয়ে। এরপর চেইন, গদা, ছুরি এবং শেষপর্যন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রুপগুলো রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দেয়। “আমার ৩৪ বছরের পুলিশের চাকরিতে এমন ঘটনা আমি খুব বেশি দেখিনি”, বলেন তিনি।
কয় কী...আমি তাে জানতাম আম্রিকায় কেউ জােরে বায়ু ত্যাগ করলেও পুলিশ সঙ্গে সঙ্গে পিছনে এসে ভোঁ বাজায়...আর অহন তো দেখি প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তার ওপর পুলাপাইন ঠুসঠাস করলেও পুলিশ আওনের খবর থাকে না।
আসলেই আম্রিকান মমিনরা আমগোরে ভোঁদাই পাইয়া যা হুনায় তা ষোল আনাই মিছা...তবে পুলিশ সার্জেন্ট ডব্লিউ প্যাট্রিক সোয়ানটন সাহেবের কথা শুইনা একটা জিনিস পানির মতো পরিস্কার, পুলিশ সব দেশেই খুব ভালো দর্শক। সার্জেন্ট সাবে নিজেও খাড়াইয়া খাড়াইয়া মারামারি দেখছে।
তবে আল্লাহর রহমত এই গোলাগুলিতে মুসলমান কােন বান্দার নাম এখনো পাওয়া যায় নাই। যদি পাওয়া যেতো তাইলে ৯জন না একজন মরলেও পুরা আম্রিকা জুইড়া রেড এলার্ট জারি হইত। আর মৌলবাদী সন্ত্রাসসবাদের বিরুদ্ধে বারেক ভাইয়ের গরমা গরম লাইভ ভাষন বিশ্ব উপভোগ করতো...অার ইরাক, আফগানিস্তান আর সিরিয়ার শিশুদের জন্য ছোট ছোট ধোন থুক্কু ড্রোনে ভরে উপহার পাঠিয়ে দেয়া হতো...
এখন অবশ্য আমাগাে আইজিপি সাহেবের মতাে সাদা মুখের সাহবেরাও গাইব, এইগুলা দুষ্টু পুলাপানে ঘটাইছে। অতিরিক্ত হতাশার কারণেই এমনটা ঘটেছে।
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ১৮ ই মে, ২০১৫  রাত ৯:০৮
১৮ ই মে, ২০১৫  রাত ৯:০৮
রিপন ইমরান বলেছেন: তা তো যেতামই...আর যাইনি যে কে বললাে.।:-)...আর যাবাে না তাও বলিনি...তবুও আমার কথাই ঠিক...তালগাছ আমার
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৫  রাত ৮:৫৬
১৮ ই মে, ২০১৫  রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় সবই হয়, সবই আছে!
ভিসা পেলে আপনি গতকাল চলে যেতেন!