|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভালো আছি মানে, দশ তারিখে ঠিকঠাক বেতন পাওয়া
ভালো আছি মানে, মোড়ের দোকানটায় এক মাস বাকি খাওয়া।
ভালো আছি মানে, এ মাসেও বাড়িভাড়া না বাড়ানো
ভালো আছি মানে, মধ্য মাসে মায়ের ওষুধ না ফুরনো ।
ভালো আছি মানে, পাওনাদারে চোখ এড়িয়ে যাওয়া
ভালো আছি মানে, ভিড় বাসেও মোবাইলটা হাওয়া না হওয়া।
ভালো আছি মানে, প্রিয় মানুষের শুকনো মুখের হাসি
ভালো আছি মানে, কেউ শুধালে ‘এই তো ভাল আছি’।
 ১ টি
    	১ টি    	 +১/-০
    	+১/-০©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৫  রাত ১০:০১
২৪ শে মে, ২০১৫  রাত ১০:০১
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, এরকমই তো আমাদের ভালো থাকা। কবিতায় ভালো লাগা রইলো।