|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমার যে স্বল্পসংখ্যক বন্ধু-স্বজন প্রবাসে থাকে তাদের ওপর দীর্ঘদিন গবেষনা চালিয়ে আমি মোটামুটি এই মর্মে নিশ্চিত হতে পেরেছি প্রবাসীরা মূলত দুই প্রকার- 
১. এরা বিদেশে থাকেন সেখানকার কৃষ্টিকালচারের সঙ্গেও মোটামুটি খাপ খাইয়ে নিয়েছেন। তবে ঘরে বাঙালির চর্চাটুকুও একবারে ঝেড়ে ফেলেননি। দেশের খবরটবরও মোটামুটি ভালই রাখেন। ফোনে ফেবুতে দেশের সঙ্গে যোগাযোগটাও অটুট। বছরান্তে একবার দেশে ঢুঁ মারার চেষ্টা করেন। গণজাগরণ মঞ্চ টাইপ মুভমেন্ট বা বড়ো কোন দুর্যোগে নিজের সম্পৃক্ততা প্রকাশের তাগিদে মন থেকেই নানা কর্মকাণ্ডে অংশ নেন।
২. এরাও দীর্ঘদিন যাবত বিদেশে থাকেন। নিজেদের পুরানা পল্টনের বাড়িটা বেঁচে মা, খালা খালু সব জ্ঞাতিগোষ্ঠীরে সেই দেশের নাগরিক বানাইছেন কিন্তু সেই দেশের কৃষ্টি কালচারের সঙ্গে আজও নিজেরে খাপ খাওয়াইতে পারেন নাই। সেই দেশের সব সুবিধা ভোগ করেন আর ঘরে বইসা গাইল পাড়েন, ’এই ইহুদি নাছরারদের ধ্বংস অনিবার্য। এই তো আর কয়টা দিন। ওই দেশের যে কোন র্দুযোগে এরা ব্যাপক আনন্দ পান।’ 
এদের ধুমসি বৌরা টাইট জিনসের ওপরে হিজাব পইরা ফুল ফ্যামিলি লইয়া সেলফি তুইলা পোস্ট দেয়, ’আলহামদুলিল্লাহ । ইটিং ডিনার’। দেশে থাকতে এক রাকাত নামায পড়ছে কী পড়ে নাই মাগার বিদেশে ঢুুইকা কড়া মুসুল্লি হইছে। এরা আবার দেশ নিয়া ব্যাপক চিন্তিত। দেশের যাবতীয় আলতু ফালতু নেগেটিভ নিউজে তাদের ফেবু ওয়াল সয়লাব। ফাঁক ফোকরে আছে মক্কা মদীনার লাইক কামানো পিক। দেশের যাবতীয় নেগেটিভ নিউজের নীচে এগো একটাই কমেন্ট ‘ হায়রে সোনার বাংলাদেশ। কবে যে ঠিক হবে এই দেশ’। 
এদের সঙ্গে দেশের কোন বিষয় নিয়া তর্ক করতে গেলেই, এরা মাঝখান দিয়া গাইয়া উঠে, আপনি কী জানেন এ দেশের রেমিটেন্সের একটি বড়ো আয় আসে আমাদের মানে প্রবাসীদের কাছ থেকে। 
নিতান্ত ভদ্র দেইখা তখন কই না, আরে হউরের পো নিজের ঘডিবাডি বেইচ্যা এই দেশ থেইক্যা ডলার লইয়া গেছস আরেক দেশে। খরচার ডরে তো দেশে কিছু পাডছও না আর নিজে তো আসার নামও নেছ না। রেমিটেন্স পাঠাও তোমার কোন শ্বাশুড়িরে এইটা আল্লাহই ভালো জানে।
মাঝে মাঝে মনডা চায় দ্বিতীয় কিছিমের মালগুলিরে ধইরা কিলাই। কিন্তু শালারা খরচার ডরে ৫-১০ বছর পরে একবার দেশে আসে। তখন ওগোরে দেইখ্যা মায়াই লাগে। আহারে সাহেব গো দেশ থেইক্যা কামলা খাইটা আইছে বেচারারা। তার উপরে আমরা মানে বাঙালিরা তো আবার অতিথি পরায়ন জাত। তাই আর ওগোরে....
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৬ শে মে, ২০১৫  রাত ১১:০৪
২৬ শে মে, ২০১৫  রাত ১১:০৪
শ্রাবণধারা বলেছেন: চাঁদগাজী বলেছেন:  আপনি গো-বেষনা করেছেন! ভালো। 
আপনি একজন  গু-বেষক........। আপনার গু-বেষনা চালায়া যান । 
৩|  ২৭ শে মে, ২০১৫  সকাল ৮:৪৮
২৭ শে মে, ২০১৫  সকাল ৮:৪৮
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: কিছু বলার রুচি নাই।
৪|  ০২ রা জুন, ২০১৫  দুপুর ১:৪৯
০২ রা জুন, ২০১৫  দুপুর ১:৪৯
সুনয়না্ বলেছেন: প্রবাসীদের প্রতি এতো নেগেটিভ ভালো না। একটি বার আপনি নিজ চোখে এসে দেখে যান তারা কত কষ্টের বিনিময়ে কাজ করে দু পয়সা রোজগার করে। তখন আপনার নিজেরই অনেক ধ্যান ধারনা পাল্টে যাবে। আপনার লেখা গুলো সত্যিই চমৎকার সে জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৫  রাত ৯:৪৯
২৬ শে মে, ২০১৫  রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
গো -বেষনা?
গোবেষনা।
আপনি গো-বেষনা করেছেন! ভালো।