![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন গ্লোরিয়া জিন্সের লালচে আলোয় কফির পেয়ালায় চুমুক দিচ্ছিলাম
তখনই মরা তিস্তায় জোয়ারের পানি হু হু করে বাড়ছিলো।
আমি যখন আল-রাজ্জাকে সংযমেরে রোজা ভেঙে মাখন চেহারার মেয়েটির দিকে বারবার চাইছিলাম
ততােক্ষনে ওদের ঘরগুলো পানিতে ডুবে গেছে।
আমি যখন ঢাকা ফুডিজে ভরপেট সেহেরি শেষে বান্ধবীর লাল টকটকে ঠোঁটগুলো অারাে ছুঁচােলো করে সেলফি তুলছিলাম
ঠিক তখনই আট বছরের আতা মিয়ার হাত ফসকে চালের পুঁটলিটা বন্যার পানিতে তলিয়ে যাচ্ছিল।
আমি যখন সারা রাতের ক্লান্তিতে ভরদুপুরে ঘুমোচ্ছিলাম তখন বোকা বাক্সতে পাশাপাশি দুটো স্ক্রল চলছিলো
ঈদ বাজারে কেনাকাটার ধুম, গঙ্গাচড়ায় তিস্তার জলে ভেসে গেছে বিস্তীর্ণ জনপথ।
একই ঈশ্বর একই পৃথিবী শুধু গল্পগুলো ভিন্ন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:৪৭
নিয়েল হিমু বলেছেন: একই ঈশ্বর একই পৃথিবী শুধু গল্প গুলো ভিন্ন ।