![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকায় কুকুর পিটিয়ে হাজতে গিয়েছে তিন যুবক...রাজধানীর রামপুরায় বেওয়ারিশ একটি কুকুরকে নিষ্ঠুরভাবে পেটানোর অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে...আর এই গ্রেপ্তারের বিষয়টি সম্ভব হয়েছে ঢাকায় প্রাণী সুরক্ষায় 'অভয়ারণ্য' নামের যে সংগঠনটি কাজ করে তাদের ঐকান্তিক প্রচষ্টায়...বাহ ভালো...শুধু ভালো না, খুবই ভালো...
আমি নিজেও একজন কুকুরপ্রেমী...বোবা অবলা প্রাণীর ওপর যারা নিষ্ঠুর আচরণ করে তাদের শাস্তি হওয়া উচিত...তবে যে দেশে মানুষ পেটালেও জেলে যাওয়া লাগে না, ঘরের বৌকে মন চাইলেই দু-চার দশ ঘা লাগিয়ে দেয়া যায় সে দেশে রাস্তার বেওয়ারিশ কুকুর পিটিয়ে জেলের ঘানি টানা কিন্তু বিশাল একটা ব্যাপার...'অভয়ারণ্য' নিশ্চয়ই খুব হ্যাডমওয়ালা সংগঠন...ইস্ এই টাইপের হ্যাডমওয়ালারা যদি নিরীহ কুকুরদের পাশাপাশি নিরীহ মানুষদের এ রকম সিরিয়াসলি কাজ করতো....
প্রাণী সুরক্ষা নিয়ে আমার খুব বেশি জানাশোনা নেই তবে এটুকু বুঝি শুধু আহত প্রাণীদের যত্মআত্তি নয় এ বিষয়ে সামাজিক সচেতনতা এবং প্রাণীগুলাে যেনো আশঙ্কাজনক বিস্তার ঘটিয়ে নিজেদের অস্তিত্ব হুমকির মুখে না ফেলে সেটাও এই দায়িত্বের আওতাভুক্ত...
যে শহরে অসংখ্য মানুষ খােলা আকাশের নীচে রাস্তায় রাত কাটায় আধপেটা অবস্থায়, সে শহরে ভালোবাসার কারণে বেওয়ারিশ কুকুরেরা সংখ্যায় বাড়তে থাকলে শুধু তাদের খাবারের কী ভয়ানক সঙ্কট হবে সে বিষয়টিও ভেবে দেখা দরকার...
ডাস্টবিনে ফেলে দেয়া খাবারে রাস্তার বেওয়ারিশ কুকুর আর বেওয়ারিশ শিশুটি দুজনেই সমান ভাগ বসায়...ফুটপাথে পাশাপাশিই ঘুমায় ওরা...তাই প্রাণী সুরক্ষায় দুদলেরই কথা আরেকবার ভেবে দেখা যেতে পারে...মানুষ না হোক অন্তুত কুকুর হিসেবে হলেও!!!
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০২
তারেক বলেছেন: ব্যাপক গবেষনামূলক পোষ্ট। তবে এর পাশাপাশি ফুটপাতের ভাসমান মানুষগুলোকে নিয়ে ভাবলে , পদক্ষেপ নিলে ভাল হতো।