![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাপারটা ঠিক এরকম না যে, জীবনে এই প্রথম...কিন্ত প্রতিবারই আমার বুক কাঁপতে থাকে...দু-তিন রাত আগ থেকেই ঘুমাতে পারি না...সারাক্ষন মাথায় ঘুরপাক খেতে থাকে একই চিন্তা...এতো প্রতীক্ষার পর যে দেখা তাও খুব সামান্য সময়ের জন্য...এরপর আবার অপেক্ষা...কবে কখন সময় সুযােগ মিলবে...
সমুদ্র আমার ভীষন প্রিয়...কোন ছুতো পেলেই আমি সমুদ্রের কাছে যাবার প্ল্যান বানিয়ে ফেলি...দলবেঁধে দলছাড়া একা-দোকা কােনটাতেই আপত্তি নেই আমার...কারন আমি ভালবাসি সমুদ্র পাড়ের নরম বালিতে পা ডুবিয়ে হাঁটতে...হু হু হাওয়ায় বিড়ি টানতে...মাঝরাত্তিরে সমুদ্রের হুঙ্কার শুনতে...
আমি স্বপ্ন দেখি সমুদ্রের কাছাকাছি একটা বাড়ি বানাবো...যারা কখনো সমুদ্র দেখেনি তারা সে বাড়িতে থেকে সমুদ্র দেখার সুযােগ পাবে...মানুষের জীবনে এতো সীমাবদ্ধতা কেনাে...যা চাই তা করতে পারিনা কেনো???
ধ্যাত কোন মানে হয়...
©somewhere in net ltd.