![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী জাফর আহমেদকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না...তবে তার কর্মকাণ্ড সর্ম্পকে কিছুটা জানতাম...বলা বাহুল্য এর মাঝে একটি কাণ্ডও ইতিবাচক তালিকায় পড়ে না...আমাদের ছোটবেলাতে তাকে নিয়ে নানা ধরণের গালগপ্প প্রচলিত ছিলো...এর মধ্যে অনেকগুলােই আদিরসাত্মক...
ছোটবেলায় এই গল্পগুলো শুনলেই কানমাথা গরম হয়ে যেতো...সে এক দারুণ অনুভূতি...তবে এরশাদ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাজী জাফর যতোটা সুপরিচিত ছিলেন তার চেয়ে ঢের নামডাক ছিলাে তার চিনি চোর জাফর নামে...
আশা করি আর সব মানুষের মতো এই মানুষটিও তার জীবনে কিছু না কিছু ভাল কাজ করেছেন...যা তার কুলখানিতে স্বজনেরা আলােচনা করে সান্ত্বনা খুঁজবেন এই ভেবে, স্রষ্টার কাছে তিনি ভালই থাকবেন...
অচেনা অজানা কাজী জাফরকে নিয়ে লেখার উদ্দেশ্যটা ভিন্ন...কাজী জাফর এদেশের সাবেক প্রধানমন্ত্রী...এক সময়কার দোর্দণ্ড প্রতাপশালী এই মানুষটি বা রাজনীতিবিদ শুধু নিজের কর্মকাণ্ডের কারণেই তার জীবদ্দশাতেই যােগ্য সম্মান থেকে বঞ্চিত হয়েছেন...বাজি ধরে বলতে পারি তার মৃত্যুতে একজন সাধারণ মানুষও ব্যথিত হয়নি বা হবেও না...
সময়, নদীর স্রোত এবং ক্ষমতা কোনটাই আটকে রাখা যায় না...তবে এই তিনটি জিনিসের উপযুক্ত ব্যবহার মানুষ মনে রাখে যুগ যুগ ধরে...এ সবই জানা কথা...তবুও বললাম আরকি...
কাজী জাফর আহমেদের মৃত্যুকে অামাদের বর্তমান রাজনীতিবিদরা একটি টেস্টকেস হিসেবে দেখতে পারেন...তারা ভবিষ্যতে পাঁচতারা হাসপাতালের হিমঘরে শুয়ে শুধুমাত্র টিভি চ্যানেলের স্ক্রল হতে চান নাকি শত মানুষরের চোখের জলে মিশে যেতে চান এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার...
২| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩
খোকন িময়া বলেছেন: ভাইয় তিনি মারা গেছেন। সুতরাং ওনাকে এভাবে বলাটা অনুচিত।
৩| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪
খোকন িময়া বলেছেন: ভাইয় তিনি মারা গেছেন। সুতরাং ওনাকে এভাবে বলাটা অনুচিত।
৪| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫
খোকন িময়া বলেছেন: ভাইয় তিনি মারা গেছেন। সুতরাং ওনাকে এভাবে বলাটা অনুচিত।
৫| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রবীন এই রাজনীতিবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি
৬| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রবীন এই রাজনীতিবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
৭| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৭
শাহরিয়ার সনেট বলেছেন: মৃত্যুর পর মানুষের খারাপ দিক গুলা নিয়ে না কথা বলাই উত্তম
৮| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩
মাঘের নীল আকাশ বলেছেন: যে খারাপ সে বাঁচলেও খারাপ মরলেও খারাপ!
৯| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৬
গোধুলী রঙ বলেছেন: মানুষ মরলে জীবিতরা তার দোষ/গুন আরেকজনের সাথে শেয়ার করে একটা মানসিক শান্তি পায়, যদিও কিছুটা নীতিবিরূদ্ধ আর ধর্মীয় অনুশাষনেরও বিরোধী।
মাঘের নীল আকাশ বলেছেন: যে খারাপ সে বাঁচলেও খারাপ মরলেও খারাপ!
কারন ভালো যা তার ভালোর পরশ তার মরার পরও দুনিয়াতে টিকে থাকে, খারাপ যে তারটাও টিকে থাকে, যদিও ভালোর মত অতটা ব্যাপকভাবে নয়।
১০| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৯
শতদ্রু একটি নদী... বলেছেন: মইরা গেছে ভাই, একন ওরেও শান্তি দেন আমাদেরও দেন। এরচেয়ে হুমুরে নিয়া কোন পোষ্ট দেন। যাই দিবেন হিট হবে। উনি একজন হিট ম্যাটেরিয়াল।
১১| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: একজন মানুষ মারা গিয়েছে , খেমা দেন
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১
প্রামানিক বলেছেন: মরার পর চোর-ডাকাত ভাল-মন্দ সব সমান।