![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্যাট আন্দোলনের ডামাডােলে ভুলেই গেছিলাম আজ ১০ সেপ্টেম্বর...বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস...উমম কেউ কি জানেন বিশ্ব আত্মহত্যা দিবস আছে কি না?
প্রতিরােধ দিবস যখন আছে তখন মূল প্রতিপাদ্য দিবসটি থাকলেও মন্দ না!!! সেদিন পৃথিবীর সমস্ত আত্মহত্যাকারীদের স্মরণ করা হলো...আর যারা ভবিষ্যতে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে গোঁ ধরেছে তাদেরও একটা সংবর্ধণা দেয়া গেলাে...
আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে কাজ করে এমন একটা সংস্থার লিফলেট পড়ে জানলাম বিশ্বে প্রতিবছর মানুষ ১০ লাখ মানুষ আত্মহত্যা করেন...আমার হিসেবে এর মানে হচ্ছে পৃথিবী থেকে প্রতিবছর ১০ লাখ নরম মনের সাহসী প্রাণ ঝরে যায়...
অনেকে হয়তো একমত হবেন না তবুও বলছি যারা আত্মহত্যা করেন তারা ভীষন সাহসী... তীব্র অভিমানী...কোমল তাদের মন...
আকাশ পাতাল সাহস আছে বলেই ওরা নিজেদের প্রাণ দেয়...কোমল মন বলেই কষ্ট সইতে পারে না...এক বুক অভিমান আছে বলেই অন্যভুবনে পাড়ি দেয়...
পৃথিবীতে কতো ধরণের কষ্ট নিয়ে মানুষ ধুঁকে ধুঁকে বাঁচে...যারা এই টিপে টিপে বাঁচা পছন্দ করেন না, যারা পৃথিবীটাকে নিজের মতো করে সাজাতে ব্যর্থ হয় তারাই তো তীব্র অভিমান নিয়ে আত্মহত্যা করে...
তবে তুমি তোমরা যারা আত্মহত্যা করতে চাও তাদের একটা কথা বলি...এই পৃথিবীতে অভিমানীদের কেউ মনে রাখে না...এই পৃথিবী শুধু সাহসীদের মনে রাখে...তোমরা অভিমানটুকু নিজের কাছে রাখ আর সাহসটুকু পৃথিবীর বুকে ঢেলে দাও...দেখবে তোমার পৃথিবী তোমার মতই হয়ে উঠবে...
তুমি নেই মানে আহা চুক চুক...ঘন্টাখানেক পরে সব ঠিক...তোমাদের মতো সাহসীরাতাে বেঁচে থাকতেই কারো করুণা নেয়নি তবে মৃত্যুর পর সে বোঝা কেন বইেব??? মনে রেখো বেঁচে থাকাতেই স্বার্থকতা অার মৃত্যু মানেই ফুরিয়ে যাওয়া...
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
স্বপ্নবাজ তরী বলেছেন: মৃত্যুই শুধু চিরসত্য,। তাই বলে আত্নহত্যা কাম্য নহে