![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দিব্য চােখে দেখতে পাচ্ছি, গত জনমে আমি একখানা ব্যাঘ্র শাবক ছিলাম...একদা রৌদ্রজ্জ্বল দুপুরবেলা তৃণ চর্বণরত অবস্থায় বিনা কারণে নির্দােষ মায়া হরিণ হত্যার অপরাধে ঈশ্বর আমাকে এই জনমে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দারূপে পাঠাইলেন...
পাপ মোচনের সর্বশেষ ধাপ হিসেবে ভাগ্যচক্রে গতকাল সন্ধ্যায় ধানমণ্ডি হইতে উত্তরার উদ্দেশে রওয়ানা করাইলেন...যাত্র শুরুর সময় সন্ধ্যা ৭.৩০ ঘটিকা...যাত্রা শেষ রাত্রি ১২.১৫ ঘটিকা...
গতকালকে রওনা করছিলাম সময় হিসেবে পরদিন পৌঁছাইলাম...এ জগতে আমরা কিছু না, সবই নিমিত্ত মাত্র...লােকমুখে জানতে পারলাম গতকালকে আমার পাপ মোচনের নিমিত্ত ছিলো ম্যাডাম খা-ল্যাদা জিয়ার ইউকে গমন...
অবশ্য আমার কিছুতেই বেধগম্য হইলো না ম্যাডামের খেচরের পিঠে বিলাত গমন কী ধরণের রাজকার্য যে শতশত লোক তাহাকে খেচর বন্দরে বিদায় জানাতে আসিলেন...
এও বুঝিলাম না আমি না হয় পাপী বান্দা তাই ঈশ্বর আমাকে টাইট দিলেন... কিন্তু গতকাল জ্যামে আটকে পড়া শতশত নিষ্পাপ শিশু ও অসুস্থ রােগীদের তিনি কেন টাইট তালিকায় রাখিলেন তাহাও বোধগম্য নয়...অবশ্য ঈশ্বরের লীলা বোঝা বড় দায়...
তাই তাহার নিকট প্রার্থণা পরজন্মে অাবারো জঙ্গলে (যদি তখনো কিছু অবশিষ্ট থাকে) আমাকে ফিরাইয়া লইয়া যাইও...আর ম্যাডাম খা-ল্যাদা জিয়াকেও একখান মায়া হরিণই বানাইও...
বি:দ্র: মুসুলমানের ঘরে জন্মেছি তাই পূর্বজন্ম-পরজন্ম এসব বিষয়ে বিশ্বাস করার নিয়ম নাই। মাবুদের কাছে ফরিয়াদ প্রতিদিন রাস্তায় জ্যামে-গরমে যে কষ্ট করি তার বিনিময়ে এই জীবনের কিছু গুনাহ্ মাফ কইরা দিও। সবাই বলেন আমীন ।
©somewhere in net ltd.