নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

চাকরি বাজারে আসছে রোবট!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

চাকরি বাজারে আসছে রোবট...ভবিষ্যতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অথবা ট্যাক্সি ড্রাইভিংয়ের মতো কাজে মানুষের জায়গা দখল করে নেবে রোবট-এমনটাই জানিয়েছে বিবিসি...অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা অনুযায়ী পরবর্তী ২০ বছরের মধ্যে যুক্তরাজ্যের চাকরি বাজারের ৩৫ ভাগই দখল করে নেবে যন্ত্রমানব...

কোন মানে হয়...এমনিতেই চাকরি পাই না...ট্যাকাটুকা নাই...ভাবলাম কষ্টেমষ্টে বিদেশ গিয়া ট্যাক্সি ক্যাব চালাইয়া দুইডা পয়সা কামামু...ছুটিতে বাংলাদেশে আইয়া কমু, 'নো ম্যান...এই দেশে মানুষ থাকে!!!'...সাতদিনবাদে আবার বিদেশ ফেরত গিয়া কামলা দিমু...

আমার সব স্বপ্নই তো ধূলিসাত করে দিলাে এই রোবট হালারপোরা...

এডি বানায় কোন মামুর ব্যাটায়...এতো খরচ কইরা এডি না বানাইয়া আমাগো দেশ থেইক্যা লক্ষ কোটি বেকার পোলাপাইনডিরে লইয়া গেলেই তো পারে...

কসম আল্লাহর আপনাগো ওই রোবট মামুর থেইক্যা অামগো দেশি পোলাপান অনেক বেশি খাটনি দিবো...এইডা আমার গ্যারান্টি...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

কানাই স্যার বলেছেন: আবার মানুষ মাইরা দেশের দরনাম করবা।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:

ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, পিএইচডি করেন, ট্যাক্সী চালাতেই হবে।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চেষ্টা করতে থাকুন, আর অপেক্ষায় থাকুন রোবটের, যে আপনার আগে উপড়ে উঠে যাবে !!

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

প্রামানিক বলেছেন: রোবট যদি সব কাজ করে তাইলে আমরা কামলা দিমু কই?

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: প্রামানিক ভাইয়ের সাখে একমত আমরা কামলা দিমু কই? #:-S

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২

মোহাম্মদ জামিল বলেছেন: মানুষের জন্য নতুন নতুন পোষ্ট চালু হয়ে গেছে ------- সেলফি তোলা, গরু কত দিয়া কিনছেন সেটার পাবলিসিটি, পুলিশের সহকারী (বিরোধীদের মিটিং মিছিলে লাঠি, অস্ত্র দিয়া পিটানোর কাম), কবি শাসসুল হক এরমত তৈল মর্দন... ক্রিকেট নিয়া জুয়া, মাদকের খুচরা বিক্রেতা, ব্যাংক থেকে ভুয়া পরিচয় দিয়া লোন। শিশু লীগ এর মত নতুন নতুন সরকারী সংগঠন-- ইহা ছাড়া ও এলাকা/গ্রামে/শহুরে চিপায় চাপায় কে কাকে মারতেছে, কিভাবে মরতেছে ইত্যাদির ভিডিও ধারন। কামের অভাব নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.