নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

কুরবানির গরু নিয়ে ফ্যাশন শো ও কাউফি

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

গত বছর আশঙ্কা প্রকাশ করেছিলাম...এই বছর ঘটনা সত্যি হলো...দেখলাম ড্যানিশ কুরবানীর ঈদকে সামনে রেখে গরু নিয়ে একটা ফ্যাশন শাের আয়োজন করেছে...তাই গত বছরের স্ট্যাটাসটা আবারো দিলাম...সঙ্গে ফেবু থেকে সংগৃহীত একটা ছবিও...

ভালো কথা, কুরবানী নিয়া এইসব ফাইজলামি করলে কিন্তু তথাকথিত ধর্মপ্রাণ মুসুল্লিদের বুকে কাঁপন লাগে না...তারা শুধু ব্লগে লিখলে আর যৌক্তিক কিছু বললে তারা মুরতাদ-নাস্তিকদের ফাঁসির দাবিতে ফাল পাড়ে...যেমন গেলাে বছর কুরবানীর ঈদের সময় যখন এই ধরণের ইতরামি বিদ্যমান তখন সবাই ব্যস্ত ছিলো সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি নিয়ে....এইবার পড়েন...

‍‌‌"অনেকদিন পর আজ একটু অাঁতলামী করা যাক...কুরবানীর ঈদের (ঈদ-উল-আযহা) মূল উদ্দেশ্য নিশ্চয়ই শুধু গরু-খাসি জবাই করা নয়...অথবা এর মাঝে লোক দেখানো কোন ব্যাপারও থাকার কথা না...যদি ধর্মীয় দিক থেকে বিবেচনা করি তাহলে এই পশু কুরবানীর পেছনে রয়েছে অনেক ত্যাগ,সংযম, সাম্য প্রতিষ্ঠার শিক্ষা...অনেকের হয়তো পশু জবাইয়ের এই বিষয়টি নিয়ে ‘নিষ্ঠুরতার প্রশ্নে’ আপত্তি থাকতে পারে...আমি সেই তর্কে যাচ্ছি না...

আমি ছোট্ট একটি শঙ্কার কথা বলতে চাচ্ছি...কুরবানীর বিষয়টি নিয়ে আমরা ছোটবেলা থেকেই ধর্মীয় এবং সামাজিক এক ধরণের মূল্যবোধ নিয়ে বড় হয়েছি...শিকার করতে আপত্তি নেই এই মূল্যবোধ লোক দেখানো কুরবানী দেয়ার প্রতিযোগিতার ঠেলায় অনেকটাই ফিকে হয়ে গেছে...তবুও ক্ষয়ে ক্ষয়ে কিছুটাতো রয়েই গেছে...সেসব মূল্যবোধের অন্যতম একটি হচ্ছে কুরবানীর পশুটি কোন হাসি-ঠাট্টার বিষয় না...

তবে কোনমতে ঝুলে থাকা এই মূল্যবোধটুকুও ঝেঁটিয়ে বিদায় করবার দায়িত্ব নিয়েছে মোবাইল অপারেটর ‘রবি’(অবশ্য কুরবানীর পশু নিয়ে ফাইজালামির শুরুটা রবি করেনি। শুরুটা করেছে কোমল পানীয় প্রতিষ্ঠান মোজো। তাদের কুরবানীর পশু কনটেস্ট বিষয়টাইতো ধর্মীয়ভাবে স্বীকৃত না।)...তারা ফেবুর হালের ক্রেজ সেলফি-কে বিকৃত করে বানিয়েছে ‘কাউফি’ কনটেস্ট...যেখানে আপনি আপনার কুরবানীর গরুর সঙ্গে ছবি তুলে তাদের দেয়‍া লিঙ্কে আপ করবেন...

যে যতো লাইক পাবে সেই হবে বিজয়ী...এই কাউফি কনটেস্ট নিয়ে তারা এক জমজমাট মিউজিক ভিডিও সমেত জিঙ্গেলও বানিয়েছে..যা প্রচারিত হচ্ছে রেডিওসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে...
কুরবানীটা যদি হাসি-ঠাট্টার বিষয়ই হয় তাহলে এর পেছনের ধর্মীয় মূল্যাবোধটা রইলো কোথায়...

আচ্ছা বাদ দেন না হলে ধর্মীয় মূল্যবোধের কথা যদি আপনি ‍পশুপ্রেমী হয়ে থাকেন তাহলেও চিন্তা করে দেখুন, যে পশুটিকে কয়েকঘন্টা বাদে জবাই করা হবে তাকে নিয়ে আপনি রঙঢঙ করে ছবি তুলছেন...

এটাতো সেই আদিম অসভ্য মানুষদের মতো বলির উদ্দেশ্যে আনা প্রানীকে ঘিরে নাচগানেরই একটা আধুনিক রূপ মাত্র...আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কুরবানীর ঈদটা হবে তাহলে ঘটা করে পশু জবাইয়ের ঈদ!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

আহলান বলেছেন: মনে হয় কিছু মানুষের আসলেই খেয়ে দেয়ে কাজ নেই .... নইলে এমন অনুষ্ঠানের আয়োজন করে কিভাবে??

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

সুমন কর বলেছেন: ফেসবুক আছে না !!! X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.