|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি সত্যি হইলোনি আমার কথা...তয় ওসি সাবরে লইয়া কাইলকা যা আন্দাজ করছিলাম বাস্তব তার চেয়েও ভয়াবহ...আসেন অখন বইসা বইসা আঙ্গুল চুষি...
তয় আমি এইবার জ্যােতীষ ব্যবসায় নাইমা পড়ুম কনফার্ম...মজা লইয়া যা কই তাই যখন সত্যি হয় তখন ব্যবসা কইরা দুইডা পয়সা কামাইলে দুষ কি....
দেখেন বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম আইজকা কি সংবাদ  গাইছে.... 
'ঢাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের কিশোর ভাতিজার বেপরোয়া গাড়ি চালানোয় গুলশানে চারজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার এই ঘটনা ঘটলেও মঙ্গলবার তা প্রকাশ পায়। ওই ঘটনায় কোনো মামলাও হয়নি, পুলিশ ওই কিশোরকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
সাবেক সংসদ সদস্যের ভাতিজার নির্দোষ বলে সাফাই গেয়ে গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছেলে গাড়ি চালানোর সময় হঠাৎ করেই একজন পথচারী সামনে পড়ে। তাকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।
“আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা তারাই করেছে। গাড়িটি আটক রাখা হয়েছে, আর ওই ছেলেকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে।”
ওই কিশোরের বাবা এইচ বি এম জাহিদুর রহমান একজন ব্যবসায়ী। তার ভাই ইকবাল ১৯৯৬ সালে ঢাকার রমনা-তেজগাঁও আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।'
আগেই কইছিলাম সব দোষ ফইন্নির পুতগো, আমাদের সোনাবাবু নিষ্পাপ মুন্না...
 ৮ টি
    	৮ টি    	 +৪/-০
    	+৪/-০২|  ১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫৮
১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্মী মগ মারাঠাদের স্বেচ্ছাচারিতা নাকি কাহিনি ছিল!
এখনতো বাস্তবেই সেইরাম অবিচার, অনাচার, অন্ধ্ব, পক্ষপাত, জুলুম সবই চলছে- !!! প্রতিকারের আশাহীন! আইনের শাসনতো কেবল সোনাবাবুদের জন্য! ফইন্নির পুতেগো আবার কিসের অধিকার! আইন, বিচার তায় আবার ন্যায়!!!!!!!!!!!!!!  
   
   
  
৩|  ১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:০৭
১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:০৭
মানবী বলেছেন: ইকবালের ভাতিজা বাবুসোনা হবে কেনো, চেহারা টাকা পয়সা আর দাপট.। সব মিলিয়ে রাজপুত্র হবার কথা!
আহা! খোকাটা ঘাবড়ে গেছে মনে হয়!!
"“আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা তারাই করেছে। গাড়িটি আটক রাখা হয়েছে, আর ওই ছেলেকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে।”
ফকিন্নিদের আবার চিকিৎসা! এতবড় স্পর্ধা আলাম্পনাদের বাহনের সামনে আসে এরা!!
তারপরও জানতে ইচ্ছে হচ্ছে চিকিৎসাটা কোথায় হচ্ছে! ঢাকা মেডিকেলের বারান্দায়তো না আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেছে!!!
"ছেলেটাকে বাবার হেফাজতে"- আহা এতো বড় নির্দয় এরা! এমন কঠিন শাস্তি!!!! এতোটা কঠোর না হলেও পারতো!
"ওই ঘটনায় কোনো মামলাও হয়নি"
- সিরাজ ভাইয়ামনি আরেকটু সাহস করে সত্যটা যদি বলতো, "আমরা মামলা গ্রহন করিনি কোন ভাবেই" তাহলে একটা প্রমোশন ণিশ্চিত ছিলো। প্রমোশনের কথা এখনও উড়িয়ে দেয়া যায়না অবশ্য!
  ১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৫
১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৫
রিপন ইমরান বলেছেন: ও দিদি আমাদের ছোট্ট রাজপুত্রকে আমরা বাবুসোনা বলেই ডাকিগো...তার নামটি যে মুখে আনতে নেই...পাছে পাপ হয়...
৪|  ১৫ ই অক্টোবর, ২০১৫  সকাল ৭:৫৩
১৫ ই অক্টোবর, ২০১৫  সকাল ৭:৫৩
মোশারফ তানভীর বলেছেন: অামার মতে দুনিয়ার সব কিছু ০ অার ১ এর মধ্যে সীমাবদ্ধ । জগৎটা চলছে-চলবে ০ অার ১ এর মধ্যে । দুনিয়ার নিয়মনুসারে একই ঘটনা ঐ বাবুর জীবনেও ঘটবে বলে অামার ধারণা (০ অার ১ এর নিয়মে) ।
৫|  ১৫ ই অক্টোবর, ২০১৫  সকাল ১১:৪৯
১৫ ই অক্টোবর, ২০১৫  সকাল ১১:৪৯
প্রামানিক বলেছেন: গাড়ির তলে পড়ল ক্যা হেইডাই অপরাধ।
৬|  ১৫ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৩৯
১৫ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৩৯
সুরা বলেছেন: মোঘল, ব্রিটিশ, পাকিস্তান ও স্বৈরসাশক রা কি এর চেয়ে বেশি অত্যাচার আমাদের কে করেছিল?
৭|  ১৫ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫৩
১৫ ই অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫৩
গেম চেঞ্জার বলেছেন: আর ওই ছেলেকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে।”
নির্মমতার কৌতুক আর কি হতে পারে।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪১
১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন: আগেই কইছিলাম সব দোষ ফইন্নির পুতগো, আমাদের সোনাবাবু নিষ্পাপ মুন্না... 
  