|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কতোদিন 'কটকটি' খাই না...এখনকার বাচ্চারা এই মালটা চেনে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে...পুরেনা বাল্ব, টিউবলাইট, খবরের কাগজ, ছিঁড়ে যাওয়া বইখাতাসহ বাতিল যে কোন কিছুর বিনিময়ে মিলতাে কটকটি...
আমি যে সময়ের কথা বলছি তখনো বুড়ির চুল 'শন পাপড়ি' হয়ে ওঠেনি অথবা হাওয়াই মিঠাই হয়নি 'ক্যাণ্ডিফ্লস'...তখনো আট আনায় জলি আচার আর ১ টাকায় টিকটিকির ডিম পাওয়া যায়... 
'অ্যাই পুরানা কাগজ' ফেরিওয়ালার এই মধুর ডাকটি কানে যাওয়া মাত্রই এক ছুটে রাস্তায়...এরপরে দৃশ্য বাসার সামনে টুকরি নিয়ে বসে আছে কিশাের বয়েসী ফেরিওয়ালা...তার টুকরির মাঝে রাখা গোল টিনের বাক্সের দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছি আমি...ঢাকনা খুললেই ভেতরে কটকটির দেখা মিলত...
দুধরণের কটকটি পাওয়া যেতো তখন...এক পদের কটকটি গুঁড় আর বাদাম দেয়া কড়া পাকের...আরেক পদের হলো লম্বা কাঠির মতো হলদে রঙের...আমার প্রিয় কাঠি কটকটি...তবে তা দুষ্প্রাপ্য...
পুরনো লাইট দিলেই টুকরিতে রাখা গজালের মাথা দিয়ে ফেরিওয়ালা তা কেন ভেঙে ফেলতো তা আজও রহস্য আমার কাছে...তবে ভাঙচুর যাই করুক এক টুকরো কটকটি পেতামই...
ইয়ে কেউ কি জানেন এখনো ফেরিওয়ালারা কটকটি দেয় কিনা পুরেনা কাগজের বিনিময়ে...যদি দেয় আমাকে একটু অওয়াজ দিয়েনতো...
 ১০ টি
    	১০ টি    	 +৩/-০
    	+৩/-০২|  ২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:৫৮
২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:৫৮
নাবিক সিনবাদ বলেছেন: এখন আচার দেয় 
৩|  ২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:৫৯
২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:৫৯
রানা আমান বলেছেন: ছোটবেলায় এটা আমারো খুব প্রিয় ছিলো ।
৪|  ২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:০৪
২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:০৪
বেগুনী ক্রেয়ন বলেছেন: কি যে প্রিয় ছিল শন-পাপড়ি!!
৫|  ২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৪৮
২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৪৮
ফকির আবদুল মালেক বলেছেন: ছোট বেলায় খুবই পছন্দ করতাম। বড় বেলায় এসে তেমন দেখি না। তবে মহারাণী কটকটিকে দেখি মাঝে মাঝে। তার খুজ চাইলে দিতে পারি। চান?
  ২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫২
২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫২
রিপন ইমরান বলেছেন: চাই তো ভাই...দেন না...
৬|  ২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫৫
২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৫৫
আনু মোল্লাহ বলেছেন: আমারো কটকটি খাইতে মুঞ্চায়-------
৭|  ২১ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৪:১৬
২১ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৪:১৬
বাংলার ডাকু বলেছেন: আমাদের বগুড়ার মহাস্থানগরে এখনো পাওয়া যায়, মহাস্থানগরের কটকটি খুবই নামকরা
৮|  ২১ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৪
২১ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৪
সুমন কর বলেছেন: দিলেন তো, পুরনো দিনের কথা মনে করিয়ে.........  
৯|  ২১ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:১২
২১ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আহ! এই প্রজন্ম কিছুই দেখলো না।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:৫২
২১ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না এটা এখন প্রায় উঠেই গেছে। আমি কিছুদিন আগে মিরপুর কালসী অঞ্চলে দেখেছিলাম এক ফেরিওয়ালা কটকটি বিক্রি করছে। বাসে থাকার কারনে নেমে খেতে পারি নাই।