নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

বাবা সাকিব আল হাসান !!!

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

ক্রিকেটার সাকিব আল হাসান বাবা হয়েছেন...অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ভাবসাব দেখে মনে হচ্ছে, তিনিই প্রথম বাঙ্গালি যিনি বউয়ের সঙ্গে শুয়ে প্রথম বাবা হওয়ার গৌরব অর্জন করলেন...

এসব কোনো কিছুতেই আমার আপত্তি নেই...শুধু আপত্তি এতােটুকুই যে দেশের মানুষ এই ক্রিকেটারকে এতো ভালবাসে, যে দেশের জল হাওয়ায় তিনি বিশ্ব সেরা অল-রাউন্ডার হয়ে উঠেছেন সে দেশটিকেই তিনি তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য নিরাপদ ও উপযুক্ত মনে করলেন না...তার সন্তান জন্ম নিলো কোন বিদেশ বিভূঁইয়ে সাদা চামড়ার দেশে...তার সন্তান জন্মসূত্রে মোড়ল রাষ্ট্র আমেরকিার গর্বিত নাগরিক...

দোষ সাকিবের না আমাদের কপালটাই খারাপ...এ দেশের চিকিৎসা ব্যবস্থা এতােই নীচে নেমেছে যে ভদ্দরনোকেরা এখানে আর বাচ্চা বিয়োতে সাহস পাচ্ছেন না...দেখলুম আমাদের অনেক চিকিৎসক বন্ধুরাও আমেরিকায় সাকিবের বাচ্চা হওয়াতে অভিনন্দন জানিয়েছেন...মাইরি দাদা লজ্জা জিনিসটাও দেশ থেকে বিদায় নিলো...:-)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

গেম চেঞ্জার বলেছেন: আপনার স্বজাত্যবোধটুকু প্রবল বোঝাই যাচ্ছে। কিন্তু আবেগে অন্ধ হয়ে গেছেন। শিশির আমেরিকার পরিবেশে বড় হয়েছে। স্বাভাবিকভাবেই সে ওখানেই কমফোর্ট ফিল করবে। নাকি? দেশে ভাল ভাল হাসপাতালের অভাব আছে যে এমনটিও নয়। এখানে সাকিবের দোষের কিছু দেখি না।

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: আশা করি এটা সাকিবের কন্যাই।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

রাজীব বলেছেন: সাকিব ছাড়া আমাদের কমপক্ষে এক ডজন ক্রিকেটার দেশে সন্তানের জন্ম দিয়েছে, তাদেরকে কখনো অভিনন্দন জানিয়েছেন কি???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.