![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক বন্ধু আছে Ashraful Islam Sagor...ওর নিজের একটা পাহাড় আছে...ভাবা যায়, আস্ত একটা পাহাড়ের রেজস্ট্রি করা মালিক...ও আমাকেও বলেছিল তুইও একটা পাহাড় কিনে ফেল...আমার অতো টাকা নেই...তাই কিনতে পারিনি...
তবে ওর পাহাড়টা দেখে এসেছি...ভূতত্ত্ববিদরা হয়তো ওটাকে পাহাড় না বলে টিলা বলবেন...উঁচু মাটির ঢিবিও বলতে পারেন...কিন্তু আমার চােখে ওটা পাহাড়ই...দারুণ সবুজ পাহাড়...মেঘ ছুঁয়ে যায় না তবে পরিষ্কার আকাশ দেখা যায়...
কেউ জানে না আমার নিজের একটা রাস্তা আছে...রেজিস্ট্রি করা নয়...শুধু মনের মালিকানায়...এই ইটকাঠ পাথরের শহরে নিজের একটা পথ...পথের একপাশে সরু খাল আছে...খালের পাড় জুড়ে বড় বড় গাছের সারি...সে গাছে ঘন সবুজ পাতা...মাটি জুড়ে চকচকে দুর্বা ঘাস...শ্যাওলা ধরা হাঁটা পথও রয়েছে সেখানটায়...একপাশে পীচ ঢালা রাস্তা...অন্যপাশে রেলগাড়ি যায়...
এই পথ দিয়ে যতোবারই আমি যাই ততোবারই মনে মনে একবার বলি, 'এ রাস্তাটা আমার। তোমরা সবাই আমার রাস্তা ধরেই চলছ'...
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
শূণ্য মাত্রিক বলেছেন: কেন জানিনা,,,লেখাটা ভাল লেগেই গেল