নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

ঐশীর ফাঁসির আদেশতো হলো কিন্তু...

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

ঢাকায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত...

২০১৩ সালের আগস্ট মাসে ঐশীকে গ্রেপ্তারের পর পুলিশ যখন রিমাণ্ড চেয়েছিলো সেদিন নীচের স্ট্যাটাসটি লিখেছিলাম। আজকেও একই অবস্থা। ফাঁসির আদেশ শোনার পর কান্নায় ভেঙে পড়া ঐশী বাবা-মায়ের মুখ মনে করেই কাঁদবে...

ঐশীর স্পয়েলড কিডস হওয়ার পেছনে ওর মৃত বাবা-মা আর এই সমাজেরও কিন্তু একটা দায় আছে তাই না...পরবর্তীতে উচ্চ আদালত নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করবেন...

"ঐশীকে রিমাণ্ডে চায় পুলিশ। যে কিশোরী বাবা-মাকে হত্যার অপরাধের দায় নিয়ে নিজেই ধরা দিলো তাকে কেনো রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে তা ঠিক বোধগম্য নয়। আর সত্যিই যদি ঐশী তার বাবাকে মাকে নিজ হাতে হত্যা করে থাকে তাহলে সে এই মুহূর্তে মানসিকভাবে সুস্থ অবস্থায় নেই। যদি তাকে জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে অবশ্যই মনো-বিশেষজ্ঞের উপস্থিতিতেই তা করা উচিত।

আশা করি আমাদের মহামান্য আদালত বিষয়টি মাথায় রাখবেন। একই বিষয় প্রযোজ্য ঐশীর ছোট ভাইয়ের ক্ষেত্রেও। আর ঐশীর মতো স্পয়েল্ড কিডসদের যে কোন কৃতকর্মের জন্য তার বাবা-মা এবং সমাজ সমান দায়ী।

আচ্ছা ঐশীকে যদি রিমাণ্ডে নেয় আর তথ্য আদায়ের জন্য স্বভাবচরিতভাবে পুলিশ যদি মেয়েটিকে মারধর করে তখন নিশ্চয়ই মা...মা... বলেই চিৎকার করবে সে!!!!!! আহারে সোনা বাচ্চা না বুঝে কী ভুলই না করলি তুই...."

ওহ ভালো কথা ঐশীর ওই কাণ্ডের কয়দিন পর বেশ কিছুদিন ধরেই ঐশীদের নাম পত্রিকার পাতায় খুব ছাপা হচ্ছিল...তখন লিখেছিলাম এই কথাগুলাে...অাজ শুধু পুরনো কথা মনে করবারই দিন দেখছি...

"গত কিছুদিন ধরে ‘ঐশী’ নামটি পত্রিকার পাতায় খুব ঘনঘন দেখা যাচ্ছে। প্রথমে নামটি আলোচনায় এলো বাবা-মায়ের হত্যার দায়ে অভিযুক্ত মাদকাসক্ত এক কিশোরীর ঘাড়ে ভর করে...গত পরশুদিন ভিকারুননিসা স্কুল এ্যাণ্ড কলেজের এক ছাত্রীর আত্মহত্যার সূত্র ধরে...

আর আজ এলো শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্ভাবিত নৌ-ট্র্যাকারের পৃষ্ঠপোষকের হাত ধরে ( শাবিপ্রবির ছাত্রদের এই ন্যে-ট্র্যাকারটির উদ্ভাবনে আর্থিক সহায়তা প্রদান করেছে ঐশী ইলেকট্রনিক্স)...পরপর দুটি অশুভ সংবাদের পর ‘ঐশী’ নামটির কপালে জুটল একটি শুভ আশাজাগানিয়া সংবাদ..."


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.