![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্যারিসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে স্তম্ভিত পুরো বিশ্ব...বিবেকবান মানুষ মাত্রই ব্যথিত...প্রতিবাদের ঝড় উঠেছে সারা দুনিয়ায়...শিল্প সংষ্কৃতির কোমল শহরে এহেন বর্বরতা...ক্রোধে আর ঘৃণায় মিলেমিশে একাকার মানবতা...
আইএস নামক ভূত তাড়াতে ওঝারা আওড়াচ্ছেন নতুন মন্ত্র...প্রতিবাদের হাওয়া লেগেছে ফেবুতেও...প্রতিবাদের নব্য সুসভ্য কৌশল হিসেবে নিজের ছবি ঢেকে দিয়েছে ফ্রান্সের পতাকায়...
এরপরেও কথা থেকে যায়...ইরাক, সিরিয়া, ফিলিস্তিন আর আফগানিস্তানে প্রতিদিন কতো শিশু কতো নিরীহ মানুষ মরে যায়...কেউ আইএসের বুলেটে কেউবা লক্ষ্যভেদী ড্রোণ হামলায়...
ওদের মৃত্যুতে বিবিসি, সিএনএন আর স্কাই নিউজের রিপোর্ট দেখে আহা চুকচুক...তবে ছবি ঢেকে প্রতিবাদ নয়...কারণ হিসেবে মুচকি হাসি, ওদের নিয়তি ওরাই টেনেছে....ওখানে জন্মই আজন্ম পাপ...
আমি সব হত্যার বিচার চাই...শুধু লালমুখো সাহেবদের দেশে কেনো জাতভাই কালোরা মরলেও ব্যাথা পাই...
এক বিশ্ব এক প্রতিবাদ...মানুষ হত্যার বিচার চাই...
জগতের সকল প্রাণী সুখ হোক...আমীন।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬
আমার পথ চলা ১ বলেছেন: যারা ইরাক, লিবিয়া, সিরিয়ায় গুলি ও বোমা মেরে মেরে লক্ষ লক্ষ নিরিহ মানুষ মারছে, যারা আল-কায়েদা আর আইএস জন্ম দিয়েছে, বর্তমানে তারা স্বীকারও করছে যে - তারা ইচ্ছাকৃত ভাবে এসব করেছে, তাদের দেশে সামান্য একটা ঘটনায় (তুলনামূলক) শ'খানেক মানুষ মরাতে, আমাদের দেশের মানুষের সহানুভুতি দেখে মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে! পুরো বিষয়টি দেখেতো সহজেই বোঝা যাচ্ছে - তারা তাদের কৃত কর্মের প্রতিক্রিয়ায় অক্রান্ত হচ্ছে... নিউটনের তৃতীয় সূত্রের মত