![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের সকালে যখন রোদের তেজ একটু একটু করে বাড়তে থাকে তখন অনেকটা চড়াই পথ হেঁটে ঠাণ্ডা ছায়াঘেরা জায়গায় বসতে খুব ভালো লাগে...শরীরটা তেতে উঠলে বোতলের ঠাণ্ডা জলে গলা ভেজাতেও দারুণ লাগে...চাঙ্গা লাগে ফ্লাস্ক থেকে গরম চা ঢেলে খেলে...শিশিরে ভেজা পাতা দেখলে চোখে আরাম হয়...অার হিম হিম বাতাসে বুক ভরে শ্বাস নিলে মনের ভেতর কেনো জানি ভীষন আনন্দ হয়...এই সবগুলো অনুভূতি একসঙ্গে পেতে চাইলে ওই একটাই জায়গা...পাহাড়...তাই এবারের শীতটা পাহাড়েই...
বি:দ্র: এবার মনে হয় শহুরে বাবুদের গায়ে শীতের হাওয়াটা একটু আগেভাগেই লাগবে..তাই আমিও একটু আগেভাগেই শীতের পরিকল্পনাটা সেরে ফেললাম...:-)
©somewhere in net ltd.