![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জল কেটে ততদূর যেতে চাই
যতদূর মাছেরা যায়।
আমি ততােক্ষণ ভেসে বেড়াতে চাই
যতোটা সময় পাখিরা ডানা মেলে থাকে।
আমি ওটুকু সময় তোমায় ছুঁয়ে থাকতে চাই
যেটুকু সময় তুমি আমার পাশে থাক।
আমি সেদিনই তোমায় কথাগুলো বলতে চাই
যেদিন তুমি আমায় ঠিকঠাক বুঝবে।
২| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
রাশেদ বিন জাফর বলেছেন: ভালোই লাগল............
৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নাইস !
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
ধমনী বলেছেন: আমি সেদিনই তোমায় কথাগুলো বলতে চাই
যেদিন তুমি আমায় ঠিকঠাক বুঝবে।
-- অপেক্ষিত থাকেন, যাতে উপেক্ষিত না হন।