![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেছি সাহেব-মেমদের দেশে এমনটা হয়...দিনের পর দিন ধূসর আকাশ...সূর্যের দেথা নেই...হিম ঠাণ্ডা হাওয়া...মাসের পর মাসও নাকি এমনটা চলে...
হঠাৎ সূর্যের দেখা মিললে তাদের ভারী আনন্দ হয়...সে খুশিতে সেদিন তারা কাপড় জামা খুলে সমুদ্র পাড়ে বা খােলা ময়দানে যান রোদ পোহাতে...তাদের চামড়ার ফ্যাকাশে ভাব কমাতে...
আমরা রোদের দেশের মানুষ...আমাদের সঙ্গে সূর্যের নিত্য পরিচয়...শীতকালের দু-এক হপ্তা বাদে নিত্যদিন সূর্যের গা জুলুনি আমাদের গা সওয়া...
তাই ধূসর অাকাশ দেখলে প্রথমে আমাদের ভাল লাগে...তারপর মনে গান আর কবিতা খেলা করে...এরপর তার কথা পড়ে...সব শেষে মনে হয় দেশটা বিলেত হলো না কেনো...
বি:দ্র: গত কয়েকদিন ঢাকার ধূসর আবাহাওয়া বলছে চাইলে আমরাও বিলেত হতে পারি...অথবা বিলেত হতে আর খুব বেশি বাকি নেই...:-)
©somewhere in net ltd.