![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ গর্বের সঙ্গে বলতে পারি, অালসেমিতে আমার সঙ্গে পাল্লা দেয়া চাট্টিখানি কথা নয়...শুধু একটু ছুতো পেলেই আমি কাজে বাঙ মারতে পারি...এই যেমন আজকের মেঘলা আকাশটা দেখে কিছুতেই অফিসে কাজ করতে ইচ্ছে হচ্ছে না...
কাজটাজ ফেলে রেখে আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারলে মন্দ হতো না...নৌ পথে দূর যাত্রাই আজকের আবাহাওয়ায় উত্তম...
নদীর হু হু বাতাসে লঞ্চের বারান্দায় দাঁড়িয়ে বিড়ি ফুঁকবো আর তরতর করে পিছিয়ে যাওয়া মাছধরা নৌকাগুলােকে হাত নেড়ে জানান দেবো, দেখো আমিই সেরা...মাঝে মাঝে রেলিংয়ে ঝুঁকে নদীর ঘোলা জলে সাদা ফেনার মিলিয়ে যাওয়া দেখবো...
চাই কি পাশের কেবিনের মাখন রঙা তরুণী বিরক্ত মুখে আমায় বলতেও পারে, এ্যাই যে শুনছেন! এভাবে রেলিং ধরে ঝুঁকবেন না। টুপ করে নদীতে পড়ে যেতে পারেন। আর সিগারেটটা একটু কম খান। আশপাশের মানুষের সমস্যা হয়...
আমিও তার দিকে তাকিয়ে স্মিত হেসে বুঝিয়ে দিতে পারি...ললনা আমি সাঁতারে দক্ষ...খুব ডুবও দিতে পারি...ওই একটুরো হাসিতেই তরুণী বুঝে যাবে মনের কথা...ঘুণাক্ষরেও জানবে না আমি কখনো জলে সাঁতারই দেইনি...
আচ্ছা এসব যখন হচ্ছে না তাহলে অন্তত প্রেমিকার খোলা চুলে একটা মামুলি রিকশা রাইড...চুলের সুবাস নিতে নিতেই ভালোলাগার রেশ...
এটাও যখন হচ্ছে না তখন কাজ বাদ দিয়ে চেয়ারে হেলান দিয়ে ঝিমুনিই শ্রেয়...দেখি কোন ব্যাটা আমাকে দিয়ে কাজ করায়...
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০
হানিফঢাকা বলেছেন: আমি আপনার চেয়েও অলস। এতক্ষন অফিসে না যাইয়া ঘুমাইছি।