![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দারিদ্রতার গল্পগুলো অনেক অপমানের...অনেক জ্বালার...এই কষ্টটুকু অনেকেই বোঝে না...কেউ বুঝতেও চায় না...
সারাদিন অফিস শেষে বিকেলে বাসায় ফিরবার ঠিক আগ মুহূর্তে অফিসের বড়বাবু যখন তার খাস কামরায় ডেকে চাপা স্বরে জানিয়ে দেন, আগামীকাল থেকে আপনার আর অফিসে আসবার কোন প্রয়োজন নেই সেই কষ্ট কেউ জানে না, কেউ জানতেও চায় না...
অফিস ফেরত ক্লান্ত স্বামী শুকনো মুখে যখন স্ত্রীকে ভীরু গলায় জানিয়ে দেয় কাল থেকে আমি বেকার সেই অপমানের লজ্জাটুকু কেউ জানে না, জানতেও চায় না...
ধার পাবার আশায় দুপুর রোদে অনেকটা হেঁটে বন্ধুর অফিসে যাওয়ার পর যখন কাছের বন্ধুটি বিরক্তমুখে জানিয়ে দেয়, আসলে দোস্ত আমার হাত এখন একেবারেই খালি ঠিক ওই মূহুর্তের আশা ভাঙ্গার গল্পটি কেউ জানে না, জানতেও চায় না...
আসলে এই অনিশ্চয়তার শহরে কতো মানুষ কতো লজ্জা, অপমান আর গলার কাছে দলা পাকানো কান্না নিয়ে ঘুরে বেড়ায় সে খবর কেউ জানে না, জানতেও চায় না...
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
মাকড়সাঁ বলেছেন: সুন্দর হয়েছে ॥