|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সংবাদমাধ্যম মারফত খবর পাইলাম আমাদের জাতীয় ব্যাংক মুরুিব্ব গভর্ণর ছাহেব জানায়াইছেন, কে বা কাহারা নাকি ছলচাতুরি আশ্রয় লইয়া একটি আর্থিক প্রতিষ্ঠান হইতে ৭০০ কোটি টাকা লোপাট করিয়াছে...
অবশ্য তিনি সনাতন বাঙালি বধূর ন্যায় ভাসুরের নাম মুখে আনা থেকে থুক্কু আর্থিক প্রতিষ্ঠানটির নাম প্রকাশ থেকে বিরত রহিয়াছেন...
এতোদিন পর্যন্ত জাতি হালমার্কের তানভীরের ৩০০ কোটি টাকা নয়ছয়ের খবর শুনিয়া চোখ উল্টাইয়া ভিরমি খাইতো এইবার নব্য লুটেরাদের নাম শুনিয়া ভিরমি খাইবে পার্থক্য এইটুকু...
তবে আশা করিতেছি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অচিরেই গেলোবারের মতো কোন গুরুত্বপূর্ণ বৈঠকে ঘোষণা দিবেন, 'ওহে মূর্খের দল, লক্ষ কোটির বাজারে এই পরিমান অর্থ যৎসামান্য। এ নিয়ে এতো ফালাফালির কিছু নাই'...
৩০০ কোটি থেকে ৭০০ কোটি, লোপাটের বিচার করিলেও বুঝা যায় দ্যাশের অর্থনীতি রকেট গতিতে সম্মুখে ভাগিতেছে..
 ৪ টি
    	৪ টি    	 +২/-০
    	+২/-০২|  ২১ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৯
২১ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৯
জাহিদ হাসান মিঠু বলেছেন: 
রকেট গতিতে সম্মুখে ভাগিতেছে....
হাসি আর থামানো গেলোনা।
৩|  ২১ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:১৬
২১ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:১৬
রানার ব্লগ বলেছেন: কি আর দেখলেন সামনে আরো কত হাজার কোটি টাকা লোপাটের কথা শুনবেন , অপেক্ষা করেন। সরকারি সকল ব্যাংক থেকে লোন নেয়া যে পরিমানে বৃদ্ধি পাইছে, আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধীতে হইবে ঋন। সমস্যা হল ঋন আর শোধ হবে না।
৪|  ২১ শে ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৩
২১ শে ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৩
মিলন হোসেন১৫৮ বলেছেন: মাএ ৭০০ কোটি টাকা
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৩
২১ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৩
মানবী বলেছেন: ৭০০ কোটি লোপাট হবে বলেই তো তত্ত্বাবধায়ক সরাকর বাতিল। আর তা নাহলে তারেক জিয়ার যে অবস্থা করেছিলো, নিজেদের পিঠ কেনো প্রাণ বাঁচতো কিনা সন্দেহ! তাই আপদ বিদায় করে, চুরি হত্যা ধর্ষনে ঝাঁপিয়ে পড়া।
তবে, একদিন এসব চোরের বিচার হবেই ইনশাহআল্লাহ্।