|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আরে মেয়ে দেখতে খুবই সুন্দর...উচ্চতা ৫ ফুট ৩...নর্থ সাউথে পড়ে...মেয়ের বাবার বাড়ি...
এইটা ৪ নাম্বার ফোন কল...আমি বসে বসে গুনছি...ভদ্রলোক বসেছেন আমার ঠিক পাশের সীটে...বুঝেত বাকি নেই ভদ্রলোক একজন ঘটক আরেকটু ঢং করে বললে ম্যাচ মেকার...একটা ফোন রাখতে না রাখেতই আরেকটা ফােন...
সব ফোনের জবাবে একই কথা...মেয়ে সুন্দর...মেয়ের বাবার ঢাকায় ওমুক ওমুক জায়গায় নিজের বাড়ি...তার লিস্টের সকল পাত্রীই এনএসইউতে পড়ে (যদিও বিষয়টা একটা খটকার মতো, এনএসইউ পড়ুয়া সব মেয়ের বাবা হঠাৎ মেয়ের বিয়ের জন্য উঠেপড়ে লাগলেন কেনো!)...
ফোনের ওপাশের কথোপকথন শুনতে না পেলেও সকলেই দেখলাম পাত্রীর উচ্চতা নিয়ে প্রশ্ন করছে...বোধহয় বিয়ের ক্ষেত্রে কনের উচ্চতা একটা বড় বিষয়...
এবার এক ফোন এসেছে, বোঝা গেলো পাত্র নিজেই ফোন করেছে...তার জন্য প্রস্তাবিত পাত্রীর বাবার ঢাকায় ৩টা হাইরাইজ বিল্ডিং...একটা ২০ তলা, একটা ১৫ তলা আরেকটা ধানমন্ডিতে ২০ কাঠার ওপর নির্মাণাধীন...মেয়েও দেখতে সুন্দর (ভাই মনে হয় সুন্দর ছাড়া কেস হাতে নেয় না)... 
এই মেয়ের সঙ্গে আবার আওয়ামী লীগের এক নারী মন্ত্রীর ছেলের বিয়ের কথা চলছে...কোন কারনে তারা পাত্রী রিজেক্ট করলে ফোনের পাত্রর সঙ্গেই ফিট করে দেবেন...একের পর এক সম্পদশালী শ্বশুরের বর্ণনা শুনতে শুনতে আমার নিজেরই মন খারাপ হয়ে গেলো...আর ম্যাচমেকার ভদ্রলোককে মনে হলো অবিবাহিত পাত্রদের জন্য সরাসরি স্বর্গ থেকে নেমে আসা দেবদূত...
ভাবলাম একবার জিজ্ঞেস করি ভাই বিবাহিতদের জন্য দ্বিতীয় বিয়ের কী ধরণের সুব্যবস্থা ??? শ্বশুরের ৩-৪টা হাইরাইজ দরকার নাই একটা একটা থাকলেই হবে...আর শ্বশুরের সম্পদের সবদিক খুলে বললে আমার বউও খুব বেশি আপত্তি করবে বলে মনে হয় না, নিজেই ছোটবোন সম নববধূকে বরণে আগ্রহী হবে...
কিন্তু তা বলার আর সুযোগই পেলাম না তার আগেই আমার স্টপেজ চলে গেলাে...ধ্যাত এসব দেবদূতদের দেখা কেনো আমরা আগে পাই না...অার পেলামই যখন তখন কেনো আসল কথাটা টুক করে পেড়ে ফেললাম না...এসব কারণেই আমার গেবনে কিছুই হলো না...:-(
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ০৫ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১:১১
০৫ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১:১১
রিপন ইমরান বলেছেন: যথার্থই বলিয়াছেন জনাব বাতাবি নেবু...:-)
২|  ০৫ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১:১০
০৫ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
বশুরে ৩-৪টা হাইরাইজ দরকার নাই একটা একটা থাকলেই হবে...আর শ্বশুরের সম্পদের সবদিক খুলে বললে আমার বউও খুব বেশি আপত্তি করবে বলে মনে হয় না, নিজেই ছোটবোন সম নববধূকে বরণে আগ্রহী হবে...
ধ্যাত এসব দেবদূতদের দেখা কেনো আমরা আগে পাই না...অার পেলামই যখন তখন কেনো আসল কথাটা টুক করে পেড়ে ফেললাম না.   
   
   
   
   
   
   
   
  
৩|  ০৫ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৩
০৫ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১:৩৩
আরিফ আহমেদ অপু বলেছেন: খেক খেক
৪|  ০৫ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৪
০৫ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৪
অন্যসময় ঢাবি বলেছেন: শ্বশুরের ৩-৪টা হাইরাইজ দরকার নাই একটা একটা থাকলেই হবে...আর শ্বশুরের সম্পদের সবদিক খুলে বললে আমার বউও খুব বেশি আপত্তি করবে বলে মনে হয় না, নিজেই ছোটবোন সম নববধূকে বরণে আগ্রহী হবে.. অনেক হাসলাম এই লাইনটাই।
৫|  ০৫ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:২৬
০৫ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:২৬
ঢাকাবাসী বলেছেন: হা হা হা একটা হাইরাইজ তাকলেই তো চলে বৌ আর আমি মিলে তার কেদমত করমু!
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১:০৩
০৫ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১:০৩
ভিটামিন সি বলেছেন: মজা পেলুম। আর একটু সময় যদি ম্যাচ মেকার সাহেবের কাছে থাকিতে পারিতেন তাহলে হয়তো আপনার আত্মার একটা সদগতি হতো বলিয়া এই অধমের অতীব বিশ্বাস।