নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

ফাকিস্তানে শিক্ষকদের অস্ত্র চালনা প্রশিক্ষন!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

ঘটনাটা হুনছেননি...কাহিনী পুরান তয় আমার জানা ছিলো না...কোনভাবে হয়তো চোখ এড়িয়ে গেছিলো এই ব্যাপক বিনুদনের খবরটা...দুনিয়ার জাহান্নাম বাংলাদেশের বিশিষ্ট পরিসংখ্যানবিদ গোঈশ্বরের প্রিয়স্থান ফাকিস্তানে তাদের দেশের শিক্ষকগোরে অস্ত্র চালনা প্রশিক্ষন দিতাছে...খাতা কলম থুইয়া তারা এখন সরকারি খরচায় শিখতাছেন কেমনে ঠুসঠাস ফুডান যায়...অবশ্য যেইরকম দেশ সেইরকম চর্চা...

এই প্রশিক্ষনের পেছনের হেতু হইতাছে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ( এই ১৬ ডিসেম্বর তারিখটা ফাকিস্তানের লাইগা অপয়া। এক কাম করলে কেমন হয় ওগো ক্যালেন্ডার থেইক্যা এই তারিখটা মুছে দেয়া হােক। যেমন গাড়লের দেশ আমার এই প্রস্তাব হুনলে সত্য সত্যই আকামটা করতে পারে :-)) পেশােয়ারের এক স্কুলে তালেবান হামলায় ১৩২জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু...

ওইখানকার প্রাদেশিক তথ্যমন্ত্রী মুশতাক ঘানি জানিয়ে দিয়েছেন, প্রদেশের ৩৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেয়া আমাদের পক্ষে সম্ভব না তাই আমরা দুদিনের এ প্রশিক্ষন দিচ্ছি শিক্ষকদের...

অবশ্য গোবরেও পদ্মফুল ফোটে...গাড়লের দেশেও দুইএকজন বুদ্ধিমান মানুষ জন্মায়...এ কারণে দেশটির বেসরকারি স্কুল শিক্ষকদের সংগঠনের সভাপতি মালিক খালিদ খান এ প্রশিক্ষনের বিরোধিতা করে বলেছেন, 'এটা কী করে সম্ভব একজন শিক্ষক এক হাতে কলম অন্যহাতে অস্ত্র ধরে শ্রেণীকক্ষে পাঠদান করবেন। এ ধরণের প্রশিক্ষন সুফল বয়ে আনবে না। হিতে বিপরীত হতে পারে!'

যাউগ্গা ওগো দেশে ওরা স্কুলে গুলি চালানো শিখাক না হয় কনডম পরানো শিখাক এতে আমাগো কিছু আসে যায় না...কিন্তু সোনার দেশ ফাকিস্তানের সঙ্গে না থাকার কারণে দেশ আজ কোন রসাতলে যাচ্ছে এ টাইপের গফ জুইড়া যেসব বেহশতের বাগানের মালী টাইপের লােকজন ইনিয়ে বিনিয়ে সুর তোলার চেষ্টা করেন তাদের মোটা মাথায় একটু জ্ঞানের সুড়সুড়ি দেয়ার জন্যই এ স্ট্যাটাসখানি প্রসব করলাম।

প্রভু এদের জ্ঞান দিন।

বি:দ্র: এক বড়ভাই নিউজ লিঙ্কটা আমারে ইনবক্স করিছলেন তাই তাকে ধন্যবাদ। আর নিউজ ও ছবি 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান এবং এএফপি'-র সৌজন্যে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.