নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

নটার ট্রেন কটায় ছাড়ে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

দাদা নটার ট্রেন কটায় ছাড়বে? এ যুগের যে শেষ হয়েছে তা আমার জানা ছিলো না...

ভানুগাছ যাব...ট্রেনের আগাম টিকিট কাটতে গেলাম, টিকিট বাবু জানিয়ে দিলেন মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও ফক্কিন্নীদের জন্য রাখা সকল টিকিট বিক্রি শেষ...শুধু সাহেব বাবুদের জন্যে রাখা ফার্স্ট কেলাশের কখানা টিকিট আছে...আপনি চাইলে কয়েকঘন্টার জন্য সাহেব সাজতে পারেন...

ভানুগাছ যাওয়ার ইচ্ছেটা তীব্র তাই ছাপোষা জীবন থেকে অতিমূল্যবান কিছু টেকাটুকা খরচ করে সাহেব সাজার প্রস্তুতি নিলাম পরদিন সকালের জন্যে...

টিকেটের গায়ে পরিষ্কার লেখা আছে এয়ারপাের্ট স্টেশন থেকে ট্রেন ছাড়বে সকাল ৭.১০ মিনিটে...ঘুম থেকে উঠে এয়ারপোর্ট স্টেশনে ঢুকলাম ৭.১৫ মিনিটে...দেখলাম স্টেশনে কোন গাড়ি দাঁড়িয়ে নেই...

ঘড়ির দিকে তাকিয়ে বেশ একটি বিরক্ত ভাব নিয়ে প্লাটফর্মে দাঁড়ানো এক যাত্রীকে জিজ্ঞেস করলাম আজকে পারাবাত কতক্ষন লেট??? ভদ্রলােক আমার দিকে তাকিয়ে স্মিত হেসে উত্তর দিলেন, এট্টু আগে ছাইড়া গেলো...

তার উত্তর শুইনা আমার চোয়াল ঝুইলা গেলো...ভাবলাম 'লুঙ্গি পিপল' অনেক সময় না জাইনা কথা কয়...

সিনা টান কইরা গেটে দাঁড়ানো এক টি.টিরে জিগাইলাম, সেও দেখি একই জবাব দেয়...আমার মাথাডা একটা চক্কর মারলো...

রেলওয়ে এতো পাংচুয়াল হইলাে কবে??? আর হইলোই যখন আইজকার পর কেনো হইলো না...কে কইছিলো তাদের হাজার বছরের ঐতিহ্য ছেড়ে সময়ানুবর্তী হতে...

কেনো ম্যান কেনো!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

ঋজুক বলেছেন: লুঙ্গি পিপল :P

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

আলম৪৩৪ বলেছেন: ৪/২/১৬ ইং তারিখে রাত ১১ টায় চট্টগ্রাম থেকে ঢাকা যাবার সময় আমারে ট্রেন দোড়াইয়া ছাড়ল। প্লাটফর্মে গিয়ে দেখি ট্রেন একটা আস্সে আস্তে চলা শুরূ করছে, একজনকে জিগ্ঘেস করলাম ভাই ঢাকার ট্রেন কোন প্লাটফর্মে থাকবে, সে ব্যত্তি বলল আরে ভাই কানা নাকি দেখেনা, ট্রেন চলি যাইতেছে। তাড়াতাড়ি অনেকখানি দৌড়ে ট্রেনে উঠলাম্। ট্রেনে উঠার পর অনেককে ফোন করে বললাম ভাই ট্রেন বর্তমানে ডিজিটাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.