নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

মেয়রের গালে বাঘের চড়

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

চিতাবাঘের থাবায় শেরপুরের মেয়র আহত...খবরে প্রকাশ, আজ ভোরে শ্রীবরদীর সীমান্তবর্তী গারো পাহাড় এলাকা থেকে একটি চিতাবাঘ লোকালয়ে চলে আসে...সেটি পৌর শহরের জালকাটা এলাকার ফকির আলীর সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেয়....

এ খবর পেয়ে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়...সকাল সাড়ে ১০টার দিকে মেয়র আবু সাইদও সেচযন্ত্রের ঘরের সামনে যান...এরপর অতর্কিতে চিতাবাঘটি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে...থাবা দিয়ে মুখের ডান পাশের গালের মাংস উপড়ে ফেলে...এ সময় উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে পিটুনি দিয়ে চিতাবাঘটি মেরে ফেলে।

ঘটনাটা পড়লেন...এখন নিশ্চয়ই অনেকে বলবেন ঠিকই আছে হামলা করলে বাঘের নামে মামলা করার যেহুতু উপায় নেই তাই তাকে পিটিয়ে মেরে ফেলাই সর্বোত্তম পন্থা...কিন্তু ভাই বাঘ তো আশ্রয় নিয়েছে ঝুপড়ি ঘরে...আপনি খবর পেয়ে বন বিভাগকে না জানিয়ে সেখানে গেলেন কেনো!!!

আর গেলেনই যখন তখন নিজে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে জনতাকে কেনো অনুরোধ করলেন না তাদেরও নিরাপদ দূরত্বে সরে যেতে...যদিও শুনতে খারাপ শোনায় তবুও বলি মৃত বাঘটির কথা মনে করে আমার খুব খারাপ লাগছে, মেয়রের ব্যাপার বিন্দুমাত্র সহানুভূতি নেই...পৃথিবীর যে কোন অসহায়ের জন্য আমার খারাপ লাগে তা সে মানুষ হোক অথবা বাঘ...কারন আমিও একই তালিকায় পড়ি কি না...

আর উত্তেজিত জনতা নামক যে চুতিয়া একটি জাত আমাদের দেশে রয়েছে তাদের বলি, ঘরের রাগ বাইরে ঝাড়বেন না...আপনারা ঘরে বউ-ঝি পিঠান আর বাইরে ফাঁদে আটকা প্রাণী পিটান...তা সেটা মানুষই হোক বা বাঘ..কায়দা করে ধরতে পারলে সব‌ সমান আপনাদের কাছে...

জীবিত প্রাণ পিটিয়ে মেরে চোখ তুলে ফেলার ব্যাপারে আপনাদের জুড়ি নেই...এ কারনে শব-ই-রাতের রাতে ৬ কিশোরকে পিটিয়ে হত্যা করতে আপনাদের হাত কাঁপে না আবার বোবা প্রাণী পিটিয়ে মেরে তা ঝুলিয়ে রাখতেও আপনাদের জুড়ি মেলা ভার...

* ছবিটি প্রথম আলাের সৌজন্যে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট অশিক্ষিত অসভ্য নিষ্ঠুর জাতি হলাম আমরা। এখােন দোষ সম্পুর্ণ ঐ মেয়র বা ঐ স্টুপিড জনতার, মরল বেচারা বাঘ!

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৩

অ্যামাটার বলেছেন: শুধু দীর্ঘশ্বাস। বাঙ্গালি এত ইতর কেনো!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.