|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

একটা জিনিস লক্ষ্য করেছেন কেউ, আমাদের আগামী প্রজন্মটা বড়ো হচ্ছে অনেকটা কল্পনা শক্তিবিহীন হয়ে। কি ভয়ঙ্কর না !!! আমরা বা আমাদের আগের প্রজন্ম বড়ো হয়েছি দেশি ঠাকুরমার ঝুলি, সুকুমার রায় থেকে শুরু করে চীনা-রুশ উপকথা পড়ে।
রূপকথার এসব গল্প পড়ে খুব ছোটবেলাতেই কল্পনার রাজ্য নামক একটা জিনিস আমাদের মাঝে গড়ে উঠেছিলো...আর এই রাজ্যই কিন্ত আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে, অনেক কষ্টেও শিখিয়েছে সামনে এগিয়ে যেতে...
এখনকার অধিকাংশ শিশুর হাতেই বাবা মা বই তুলে দেননা...বাচ্চারাও এতে আগ্রহ দেখায় না...তারা ভালোবাসে ট্যাব, ল্যাপটপ নিদেনপক্ষে স্মার্টফোন...কারন এগুলোতে খেলা যায় গেমস...আর গেমসগুলোও সেই রকম...যুদ্ধ, মারামারি আর তা না হলে গাড়ির ভো- দৌড়...
আর যেই গেমসগুলো কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে খেলতে হয়, গড়তে হয় স্বপ্নরাজ্য সেগুলো বাচ্চারা খেলে না...সেগুলো খেলে আমাদের মতো বুড়ো ভামরা...কল্পনা শক্তিবিহীন প্রজন্ম আর হতাশাগ্রস্থ জাতি একই কথা...
তাই আগেভাগেই বলি সাধু সাবধান....তা না হলে যে কোন সময় আপনার সন্তান, আপনি বাবার হাত ছেড়ে কখন যে ইয়া-বার হাত ধরবে টেরও পাবেন না...
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:২৭
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:২৭
বিজন রয় বলেছেন: সত্যিই কথা।
কিন্তু শুধু আমাদের দেশে।