|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ চার শিশুর লাশ পাওয়া গেছে বিলের মধ্যে বালিচাপা দেয়া অবস্থায়...জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, বুধবার সকালে উপজেলার সুন্দ্রাটেকি গ্রামের ঈসা বিল এলাকায় বালির মধ্যে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
অনেক যুগে আগে রূপকথার গল্পে রাজ্যে দেওদানো আর ডাইনী বুড়িরা হানা দিতো...ছোট ছোট শিশুদের তারা ধরে নিয়ে যেতো তাদের আস্তানায়...এরপর এক অজানা রাজ্যের রাজপুত্তুর বা বুদ্ধিমান রাখাল বালক হাজির হতো...যে মুক্ত করতো শিশুদের...বিনাশ করতো অশুভ শক্তির...
এরপর অনেক বেলা গড়িয়েছে সেই দেওদানোর আস্তানা বনজঙ্গল উজাড় হয়েছে তাই দেওদানোরা বাসা বাঁধতে শুরু করলো মানুষের মনের ভেতর...হয়ে উঠলো তারা আরও নিষ্ঠুর...তারা এখন শিশুদের আটকে রেখে ক্ষান্ত হয় না তারা নৃশংসভাবে হত্যা করে...
আমার বিশ্বাস হয় না ৪টি শিশুকে হত্যা করে বালির মাঝে পুঁতে রাখা কোন মানুষের কাজ...এটা নিশ্চয়ই পিশাচের কাজ...
তাই আমিও অপেক্ষায় আছি রূপকথার মতো সেরকম কোন সাহসী মানুষের যে বা যারা পৃথিবীর বুক থেকে এই পিশাচদের বিনাশ করবে...
আসবে এমন দিন অবশ্যই আসবে...
 ১ টি
    	১ টি    	 +১/-০
    	+১/-০©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩০
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩০
বিপরীত বাক বলেছেন: অজানা
রাজ্যের রাজপুত্তুর বা বুদ্ধিমান
রাখাল বালক কবে হাজির হবে আর?
নাকি হাজির হয়েছিল, তবে চলে গেছে তারপর।