|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
উমম্ সবার পোস্ট দেয়া শেষ এইবার আমি পোস্টাই...হুমম যা বলছিলাম গতকাল যে আমরা মাত্র ৩ বলে ২ রান নিতে ব্যর্থ হলাম এইটার জন্য কি আমাদের খেলোয়াড় বা দল সংশ্লিষ্টদের কারণ দর্শানো নোটিশ দেয়া উচিত না??? 
দাঁড়ান আগেই সেন্টু খাইয়া আমারে গাইল দিয়েন না...খেলা এবং দল পরিচালনা দুটোই একটি শৃঙ্খংলাবদ্ধ জিনিস...খেলোয়াড়রা অনেক কষ্ট করে খেলেছেন আর আমরা ঘরে বইসা তড়পাইছি...খেলা শেষে হেরে গিয়ে বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড় চোখের জল নাকের জল এক করেছেন, এ সবই সত্যি...
কিন্তু সবকিছু সবসময় আবেগের পাল্লায় মাপা ঠিক না...প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার প্রয়োজন আছে...তা না হলে একটা গা-ছাড়া ভাব এসেই যায়...
সহজ উদাহরণ দেই, ধরেন যখন প্লে-গ্রুপে পড়তাম তখন কোন পরীক্ষায় খারাপ করলে কিন্তু বাসায় বকাঝকা করতো না খুব আদর করে বুঝিয়ে দিতো যাতে আগামী পরীক্ষায়...কিন্তু যখন বড় হলাম তখন কিন্তু পরীক্ষায় খারাপ মানে অভিভাবকের রক্তচক্ষু...এই জবাবদিহিতার প্রয়োজন আছে ...
বাংলাদেশ দল এখন আর ছোট নাই...বহুদিন আগেই তারা লায়েক হয়েছে...তারা যে লায়েক হয়েছে এই তথ্যটা তাদেরও জানানো উচিত...
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৪ শে মার্চ, ২০১৬  রাত ৮:২৫
২৪ শে মার্চ, ২০১৬  রাত ৮:২৫
সোজোন বাদিয়া বলেছেন: ভাই আপনি কি বলতে চাচ্ছেন আমাদের খেলোয়াড়রা মনোযোগ দিয়ে খেলেনি?  এভাবে ম্যাচ হেরে যাওয়ার মনোকষ্টের চেয়েও কারণ দর্শানোর নোটিশ তাদের জন্য বেশি কষ্টকর হবে?  
শুধু একটা অনুরোধই করব যে খেলাটাকে খেলা হিসেবে নিতে শিখুন, যুদ্ধ হিসেবে নয়।  আপনি যে মানসিকতাকে উষ্কাচ্ছেন সেটি খেলার আদর্শের সম্পূর্ণ বিপরীত, অসুস্থতা।  বোধের মধ্যে আসুন।
  ২৬ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০৭
২৬ শে মার্চ, ২০১৬  সন্ধ্যা  ৬:০৭
রিপন ইমরান বলেছেন: আপনার জানার ও বোঝার মধ্যে একটু ভুল আছে...পৃথিবীর সব দেশেই এমন ধরণের ঘটনা ঘটে এবং এর জন্য টিম ম্যানেজমেন্ট শোকজ করে...খেলোয়াড়রা দর্শকের কাছে জবাবদিহিতা করবেন না, করবেন টীম ম্যানেজমেন্টের কাছে...যাতে ভবিষ্যতে এ ধরণের বিষয়ের পুনরাবৃত্তি না হয় সে উপায় খুঁজে বের করা হয় এই কারণ দর্শানোর মাধ্যমে...
৩|  ২৪ শে মার্চ, ২০১৬  রাত ১০:১৮
২৪ শে মার্চ, ২০১৬  রাত ১০:১৮
বিজন রয় বলেছেন: না উচিত না।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৬  রাত ৮:১৪
২৪ শে মার্চ, ২০১৬  রাত ৮:১৪
ইউসুফ জাহিদ বলেছেন: বাংলাদেশের খেলোয়ারদের দায়িত্ববোধ বলতে কিছু আছে বলে মনে হয় না , কারন দর্শানোর নোটিশ দিয়ে কি হবে, ভাই ?