![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধপরাধীদের কঠোর বিচার চাই, স্বাধীন দেশের মাটিতে তারা পতাকা উড়িয়ে গাড়ি হাকাবে, তা জাতির জন্য লজ্জার। ফেইসবুকে আমিঃ http://www.facebook.com/cl.samurai
গতরাতে একটি টিভি টক শো তে ফোন দিয়েছিলাম। কয়েকবার চেষ্টায় লাইন পেয়ে যাই, ওপাশ থেকে একজন বলেন আপনার প্রশ্নটি বলুন, আগে আমাকে বলতে হবে তারপর লাইভে ফোন ট্রান্সফার করা হবে।
আমার প্রশ্নটি ছিল, “ ৫ই মে তে সবকিছু লাইভ দেখানো হলেও অভিযানের ক্লিপগুলো 20-25 মিনিট পরে কাস্ট হয়েছে, এটা লাইভ না দেখিয়ে 20-25 মিনিট পরে কাস্ট করবার কারণ কি?
ওপারের জন বললেন, আপনি বরং প্রশ্নট ঘুরিয়ে এভাবে করুন, “আমদের বিরোধীদলীয় নেত্রী ঢাকাবাসীকে রাতে কেন সাহায্য করতে বললেন?” - এটা খুব ভাল প্রশ্ন হবে!
আমি বেশ অবাক হলাম উনার কথা শুনে! আমি প্রশ্ন করব এক প্রসঙ্গে আর উনি শিখিয়ে দিচ্ছেন ভিন্ন প্রসঙ্গের প্রশ্ন।
আমি কিছুটা ভ্যাবাচ্যাকা খেলাম। আমার প্রশ্নের স্বপক্ষে কিছু যুক্তিও দিলাম, উনি বললেন, এই প্রশ্নটাই করেন, কেউ করেনাই, ভাল প্রশ্ন হবে। আমি আমার প্রশ্নে অটল থাকলে উনি সম্ভব নয় বলে লাইন কেটে দেন।
প্রত্যেকটা টকশোতে করা প্রশ্নগুলো কি এভাবেই করা? সব সাজানো নাটক? আমি তো ভাবতাম এগুলো রিয়েল!
এ বিষয়ে ফেসবুকে স্টাটাস দিলে আরো অনেকে এ বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১১
কর্ণেল সামুরাই বলেছেন: তাৎপর্যপূর্ণ বক্তব্য।
২| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: প্রশ্ন হচ্ছে এত এত মোবাইল ক্যামেরা আর চ্যানেল গুলোর ভিডিও ক্যামেরা থাকার পরও আইন শৃংখলা বাহিনীর ১০ নিনিট অপারেশনের ভিডিও কেন প্রকাশ করা হচ্ছে না ? হেপাজতীরা " রবার বুলেট" দেখে/খেয়ে ১৫ মিনিটে হাওয়া হল, এটাই তো সমাবেশের সবচেয়ে আকর্ষনীয় ভিডিও হওয়ার কথা । সেটা কৈ ?
এরা কিভাবে চলে গেল, একজনও কি আছাড় খেয়ে পড়ল কিনা, তাদের কিভাবে সেবা দেওয়া হল, মোট কথা ২:৩০ থেকে ৩:০০ এই সময়ে সমাবেশের ভিডিওটা কোথায় ?
এটা প্রকাশ করলে আর কেউ বেশী বেশী মৃত্যুর খবর বলে মানুষকে বিভ্রন্ত করতে পারত না, অনেক সাংবাদিক ছিল, তারাও তো ডান বাম আর গড়ীর ছবি না তুলে ভাগন্ত সমাবেশের ১৫ মিনিটের ভিডিওটা দেখাতে পারেন ।
Click This Link
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২২
কর্ণেল সামুরাই বলেছেন: সেটাই। আমি যা দেখেছি, সমাবেশের ভেতরে ক্রেণ বা মই ধরণের যন্ত্রে দিগন্ত লাইভ কাস্ট করছিল। ভাল কোন ফুটেজ থাকলে দিগন্তের কাছে থাকতে পারে। একাত্তর বা সময় কেউই আক্রমণের সময়টার ফুটেজ দেখায়নাই, পরে ক্লিপ দেখাইছে সেটাও মতিঝিল দখল করবার পরে। লাইভ দেখানো হইলনা কেন এইটাই হল প্রশ্ন। সারাদিন সবকিছুই তো লাইভ দেখলাম, রাতের অভিযান কি দোষ করল? আর যারা ভেতরে ছিল তাদের সম্প্রচারই তো বন্ধ করে দিল।
৩| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২০
বিডি আমিনুর বলেছেন: টক শো ঠগ শো সবই শুয়োর লীগের শুয়ারেরা নিয়ন্ত্রন করছে
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩
কর্ণেল সামুরাই বলেছেন:
৪| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২০
আমি মোঃ চয়ন বলেছেন: অপারেশন শুরুর দিকের ভিডিও কোন টিভির কাছে নাই কেন ? মতিঝিল খালি করার পর থেকে ভিডিও সবাই প্রচার করে।
অপারেশনের শুরুতে কেন সাংবাদিকরা ক্যামেরা বন্ধ রাখলো ?
১০ মিনিটে নাকি হেফাজত শাপলা চত্তর ছেড়েছে ! ঐ ১০ মিনিটে ভিডিও কৈ ??
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৬
কর্ণেল সামুরাই বলেছেন: সেটাই। রাবার বুলেট, পানির ছিটা, গ্যাস আর সাউন্ড গ্রেনেড দিয়া শান্তিপূর্ণভাবে সরাইল, তাহলে ক্যামেরা বন্ধ কেন?
আমি মনেকরি জাতীয় স্বার্থে ও সকল বিতর্ক নিরসণে লাইভ সম্প্রচার করা উচিত ছিল।
৫| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩
শফিক১৯৪৮ বলেছেন: বিডি আমিনুর লেছেন: টক শো ঠগ শো সবই শুয়োর লীগের শুয়ারেরা নিয়ন্ত্রন করছে।
একমত।
৬| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আমিও একদিন প্রশ্ন করেছিলাম। সরাসরী উপস্থাপকের সাথেই কথা হয়েছিল আর লাইন পেতেও কষ্ট হয়নি। তবে তখন দেশে এতো ঝামেলা ছিল না। আমাকে প্রশ্ন শেষ করতে দেয়নি; আপনার কথা বুঝতে পেরেছি বলে কেটে দিয়েছিল। তবে বুঝতে পেরেছি বললেও কোন উত্তর দেয়নি।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৯
কর্ণেল সামুরাই বলেছেন: আপনার অভিজ্ঞতা ভাল বলে মনে হচ্ছে।
৭| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৫২
মিলটন বলেছেন: আগে ব্যাপারটা এমন ছিল না। আগে উপস্থাপকের কাছেই ফোন থাকতো। সরাসরি কথা বলা যেত। আর এখন এডিটিং রুম হয়ে ফোনের লাইন পেতে হয়। সেইজন্য এমন হয়েছে। তবে এভাবে ইনটেনশনালি প্রশ্ন শিখিয়ে দেয়াটা একটা নিন্দনীয়।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৬
কর্ণেল সামুরাই বলেছেন: সেটাই, সেজন্যই সম্ভবত যে চ্যালেন যেরকম চায় সেধরণের প্রশ্ন শোনা যায় দর্শকদের কাছ থেকে। ব্যাপারটা সম্পর্কে আমার ধরাণা ছিলনা। আমি ভাবতাম প্রশ্নগুলো লাইভ।
৮| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৩
মাইন রানা বলেছেন: প্রথমে জানতে চায় কি প্রশ্ন করবে। টকশোতে পছন্দমত প্রশ্ন না করলে লাইন কেটে দেয়।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
কর্ণেল সামুরাই বলেছেন: হুম!
৯| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩০
মোমের মানুষ বলেছেন: ১০ মিনিটের ভিডিও কখনও পাওয়া যাবে না। যাদের কাছে পাওয়া যাওয়ার কথা তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে।
৫ই মে শাপলা চত্বরের নৃশংস সেই গনহত্যা কি পূর্ব পরিকল্পিত ছিল?
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
কর্ণেল সামুরাই বলেছেন: সন্দেহজনক!
১০| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:১২
আশিকুর রহমান অমিত বলেছেন: এই ব্যাপারটা নিয়ে মনে একটা সন্দেহ ছিল যাক আজ তা প্রমান পেলাম। এইভাবেই চলছে তাহলে
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
কর্ণেল সামুরাই বলেছেন: এভাবেই চলছে।
১১| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:১২
হাবিব০৪২০০২ বলেছেন: বলা হচ্ছে যৌথবাহিনী ৩ দিক থেকে অভিযান চালিয়েছে, একটা দিক খালি রাখা হয়েছিল যেন ঐদিক দিয়ে হেফাজতিরা চলে যায়. টিভি ফুটেজ দেখে যতটুকু বুঝতে পেরেছি সব সাংবাদিকরা ভিডিও করেছে ইত্তেফাক মোড়/ জনতা ব্যাংকের হেড অফিসের এদিকটা থেকে, তাদের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি পুলিশরা হেঁটে এগিয়ে যাচ্ছে এর পিছনে এপিসিগুলো, আবার বিডিআর এর গাড়িগুলোও এগিয়ে যাচ্ছে. কিন্তু অন্য ২ দিকের কোন ভিডিও নাই, অথচ দিনের বেলা কখনও একই সাথে ৩টা স্পটের লাইভ দেখাইছে: ১টা নয়া পল্টন, ১টা পুরানা পল্টন, ১টা শাপলা গোল চত্বর.
অপারেশন শেষে ঐ ইত্তেফাক মোড়/ জনতা ব্যাংকের হেড অফিসের পাশেই বঙ্গভবনের দেয়াল ঘেষে হেফাজতিদের হাত উচিয়ে/কান ধরে আত্মসমর্পণের ভঙ্গিতে চলে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে কিন্তু মূলত যেদিকটা ফাঁকা রাখা হয়েছিল চলে যাওয়ার জন্য সেখানকার কোন ভিডিও নাই.
এত এত মিডিয়া অথচ সাংবাদিকের সংখ্যা কি এতই ঘাটতি দেখা দিল যে তারা কেউই অন্য ২ দিকের অভিযান কাভার করলো না কিংবা যে দিকটা খালি রাখা হল ওখান দিয়ে হেফাজতিরা কিভাবে চলে গেল সেটাও কাভার করলো না.
অনেক সময়ই টিভিগুলো City corporation এর ময়লার গালিগুলোর বিভিন্ন জায়গায় ডাম্পিংয়ের দৃশ্য দেখায় অথচ ঐরাতে ময়লার গাড়িগুলো সূর্যের আলো ফুটার আগেই কোথায় ডাম্পিং করলো তার কোন ভিডিও নাই অথচ সাংবাদিকরা নিউজ আওয়ারের টাইম ফিলআপ করতে দেখায় কোথায় বড় আকারের হাইব্রিড শষার ফলন হয়েছে কিংবা যশোরে গরুও মূলা খাচ্ছে না.
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
কর্ণেল সামুরাই বলেছেন: সংবাদ মাধ্যমের উপর আস্থা কমে যাচ্ছে।
১২| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২
টেকনিসিয়ান বলেছেন: হাবিব০৪২০০২ ধরে নিলাম সত্যি সত্যি ১০০০ জন মারা গেল, তাহলে ওদের আব্বু-আম্মু তাদের প্রিয় পুত্রদের খোঁজ নিচ্ছেন না কেন? এখনো একটি পরিবারওতো পুলিশের খাতায় অভিযোগ করে নি কেন?
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২
কর্ণেল সামুরাই বলেছেন: এর একটা কারণ হল, যারা এসেছে তারা কওমী মাদ্রাসার ছাত্র মানে আবাসীক। এরা বাসায় থাকলে পরিবার খোজ নিত কিন্তু এরা হয়ত বছরে বাড়ি যায় এক-দুবার, তাই মাদ্রাসা থেকে নিখোজ আবেদন না জানানো পর্যন্ত জানা সম্ভব নয়।
১৩| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
হাবিব০৪২০০২ বলেছেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কে যেদিন সৈন্যরা মেরে ফেলে সেদিন কিন্তু তার আত্নীয় স্বজনদের কেউ গোপালগঞ্জে কবর দেওয়ার সময় যায় নি, কেন যায় নি? বৈরী পরিস্হিতির কারনে, ইয়া নাফসী জিনিসটা সবার মধ্যেই কাজ করে. তবে ভবিষ্যতে অনুকূল পরিস্হিতিতে অনেক সময়ই সত্য ঘটনা বের হয়ে আসে. যেমনটি জেনেছি হুমায়ুন স্যারের দেয়াল উপন্যাস থেকে--- কাজের মেয়ে এবং দারোয়ান আদালতে সে ঘটনার বিবরণ দিয়েছি.
বিডিআর হত্যার ৪ বছর পর কমলা ফিতার লোকগুলি কারা ছিল, সেটা বের হয়েছে.
ভবিষ্যতে যদি কখনও অনুকূল পরিস্হিতি পায় তাহলে এই ঘটনায় নিহতদের আত্নীয় স্বজনরা মুখ খুলবে
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২
কর্ণেল সামুরাই বলেছেন: বিশ্লেষণ ভাল হয়েছে।
১৪| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:১৮
মুদ্দাকির বলেছেন: হুম ঠক শো !!!!!!!!!
১৫| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:২৬
অরূপ দা বলেছেন: Ai sarkar er amoly ai video clip ta paoa jabe na. Ta 100% sure. Tobe ai sarkar godi charar pore asha kora jay kisu ak ta paoa jabe. Jamon ta paoa giye celo tata bodhayak sarkar rer amoly.
১৬| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:০৪
কয়েস সামী বলেছেন: কি বলেন ভাই! আমি তো আরো প্রতিদিন প্রশ্ন করার জন্য কল লাগানোর চেষ্টা করি। আমি তো দেখি রাম গাধা!
১৭| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:২৩
আবুল হাসান নূরী বলেছেন: কোন চ্যানেলে ফোন করছিলেন?
চ্যানেলের প্রস্তাবে রাজী হইলে প্রশ্ন করার সুযোগ পাইতেন। পরে আসল সময়ে নিজের প্রশ্নটা করতেন।
১৮| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:২১
কালোপরী বলেছেন: আবুল হাসান নূরী বলেছেন: কোন চ্যানেলে ফোন করছিলেন?
চ্যানেলের প্রস্তাবে রাজী হইলে প্রশ্ন করার সুযোগ পাইতেন। পরে আসল সময়ে নিজের প্রশ্নটা করতেন
এটা আমিও ভাবছিলাম
১৯| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:১৯
অমৃত সুধা বলেছেন: বিএনপি-আওয়ামী লীগই হেফাজত উত্থানের কারণ
http://dhakajournal.com/?p=6597
২০| ০৯ ই মে, ২০১৩ রাত ১:২৬
বটবৃক্ষ~ বলেছেন: সারাদিন সবকিছুই তো লাইভ দেখলাম, রাতের অভিযান কি দোষ করল? আর যারা ভেতরে ছিল তাদের সম্প্রচারই তো বন্ধ করে দিল।
এই প্রশ্নের উত্তর যদি থাকতো সরকারের কাছে তাইলে তো টিভিও বন্ধ করতোনা আর রাতের বেলা চোরের মতো ঝাপিয়েও পড়তো না ভাই!! সরকার মনে করে ম্যাংগো পিপল কিসু বুঝেনা.....
২১| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৩৪
মুহসিন বলেছেন: অন্ধকার না করে লাইভ টিভির সামনে অভিযান চালালেই এতো প্রশ্নের জন্ম হতোনা।
হানাহানির রাজনীতি পরিহার করে আমরা বড় দুই দলকে কি প্রস্তাব দিতে পারিনা একটা অনাক্রমণ চুক্তি করতে পোড়ামাটি নীতির পরিবর্তে? তাহলে পাঁচ বছর পরপর দুদলই পালাবদল করে ক্ষমতায় থাকবে এবং সরকার ও বিরোধীদল হরতাল ধ্বংসযজ্ঞ গোলাগুলি আর এসব সংখ্যাতত্বের কচকচানি বন্ধ করে পরস্পর সহযোগিতায় জনকল্যাণমূলক কাজ করে জাতিকে এগিয়ে নেবে।
২২| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৫৫
শাহীন_আহমেদ বলেছেন: এই জন্যেই ত বলি টকশো গুলাতে এত লতূ পুতু প্রশ্ন করে কেন মানুষ ??
২৩| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৩১
এম ই জাভেদ বলেছেন: সঞ্চালকের কথায় রাজি হয়ে পরে অন এয়ার এ গেলে আসল প্রস্ন করলেই তো হয়
২৪| ০৯ ই মে, ২০১৩ রাত ১১:১৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এইসবই হয় ,একাত্তরই বলেন আর দিগন্তই বলেন এটাই এখন সিস্টেম ।
২৫| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:৫৭
এহুসেইন বলেছেন: ঠগশোর মুখোশ উন্মচনের জন্য ধন্যবাদ
২৬| ১০ ই মে, ২০১৩ রাত ১১:০১
সাইবার অভিযত্রী বলেছেন:
যারাই অপারেশন ফ্লাশ আউট দেখেছে, তারাই বলেছে এটা না দেখলে বিশ্বাস করা সম্ভব না ! সময় টিভির রিপোর্টার বলেন গুলিবিদ্ধ লোকদের পিটিয়েছে পুলিশ!
২৭| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৫৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এইটা হইলদা শো !!!
আমার ভাবনাঃ
হেফাজতে ইসলাম এর আন্দোলন এবং কিছু কথা...
২৮| ০১ লা জুন, ২০১৩ দুপুর ২:২৮
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: ভাইজান অপ্রাসঙ্গিক অনুরো্ধ ......আমার স্মৃতিশক্তি ঠিক থাকলে আপনি ইসলামী ব্যাংক নিয়ে একটা পোষ্ট করেছিলেন..... যেটা আমার নির্বাচিত পোষ্টে ছিল...যা এখন খুব দরকার....যদি দয়া করে একটু ইমেইল করতেন..মন্তব্য সহ খুবই কৃতার্থ থাকতাম [email protected]
২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
রাগ ইমন বলেছেন: কওমী মাদ্রাসার ছাত্র ছাত্রীর বাপ মা তাদের এতটুকু ভালোবাসে না নাকি?
আমাদের বাপ মা তো যেই জেলায় থাকি, সেই জেলার উপর দিয়ে বাতাস গেলেও খোঁজ খবর নিতে অস্থির হয়ে যায়। সেইখানে সারা দেশের সকল টিভি, পত্রিকা, মিডিয়া , রেডিও সব জায়গায় বার বার কওমী মাদ্রাসার ছেলেরা ঢাকা আসছে, এসেছে , অবস্থান নিয়েছে , তার উপরে অপারেশন হবে, হচ্ছে, হয়েছে - এত কিছু জানার পরেও বাপ মা ভাই বোনরা নাম , পরিচয় জানাইলো না? খোঁজ খবর নিলো না?
ঘটনার ৭ -৮ মাস পরেও এখনো কারা মারা গেছে তার নাম পরিচয় তাদের পরিবার জানাইলো না?
না দেখতে পেলেই যদি সব কিছু অবিশ্বাস করতে হয় তাহলে তো ভাই ধর্মের কোন কিছুই বিশ্বাস করা যাবে না।
লাশ গুম করা যায়, লাশের পরিবার তো গুম করা যায় না।
পরিবার গুলা গেলো কই?
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮
অজানা এক আমি বলেছেন: দেশটাই তো চলতেছে ঠকদের হাতে ...