![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধপরাধীদের কঠোর বিচার চাই, স্বাধীন দেশের মাটিতে তারা পতাকা উড়িয়ে গাড়ি হাকাবে, তা জাতির জন্য লজ্জার। ফেইসবুকে আমিঃ http://www.facebook.com/cl.samurai
ফেসবুক সাত রঙ্গা! বুদ্ধি বিবেকের জাতি দিয়ে দিল সমকামীর বৈধতা আপনি বলেন অবৈধ? কিসের কি?
জনৈক সমকামী: কেন সমকামী বিবাহকে বৈধতা দেয়া হবে না?
সামুরাই: কেন পাগলা কোন ব্যক্তিকে বাংলাদেশী সংবিধান অনুসারে রাস্ট্রপতি বা প্রধানমন্ত্রি করা যাবে না?
জনৈক সমকামী: কিসের সাথে কি? পাগলা ব্যক্তি রাস্ট্র চালাবে কেমনে?
সামুরাই: সমকামী বাচ্চা প্রসব করবে কেমনে?
জনৈক সমকামী: বিয়ের সাথে বাচ্চার কি সম্পর্ক? বিয়ে তো হয় মনের মিলনে।
সামুরাই: মনের মিলনে যদি বিয়ে হয় তো প্রেম হয় কিসের মিলনে?
জনৈক সমকামী: দেখেন, আমি সমকামী এটা আমার পার্সোনাল ব্যাপার। আপনি নিষেধ করবেন কেন?
সামুরাই: দেখেন একজন পাগলা পাগলামী করবে সেটাও পার্সোনাল ব্যাপার। তার চিকিৎসা হবে কেন?
জনৈক সমকামী: আমি এবং আমার পার্টনার যদি সমকামে রাজী থাকি আপনি ধরার কে? যা হচ্ছে তা মিউচুয়াল
সামুরাই: নাইকো যদি ঘুষ দেয় আর মন্ত্রি যদি ঘুষ খায়, তো সাংবাদিকদের লেখার কে? যা হচ্ছে তা মিউচুয়াল।
জনৈক সমকামী: আমি জন্মগতভাবে সমকামী আমার দোষ কোথায়?
সামুরাই: জনৈক পরিমল জন্মগতভাবে রেপিস্ট তার দোষ কোথায়?
জনৈক সমকামী: রেপিস্ট কি জন্ম গতভাবে হয়? আজাইর্যা প্যাচাল!
সামুরাই: সমকামী কি জন্মগতভাবে হয়? ডাবল আজাইর্যা প্যাচাল!
জনৈক সমকামী: সমকামীতা প্রাকৃতিক বিষয় পশুপাখির মধ্যেও আছে এখানে পার্ভাটের কিছু নাই।
সামুরাই: ইনসিস্ট (মায়ের সাথে ছেলের সেক্স) পশুপাখির মধ্যেও আছে সুতরাং মানুষ করলে পার্ভাটের কিছু হবার কথা নয়।
জনৈক সমকামী: ধুর মিয়া! আমার সমকাম ভালো লাগে আমি করি। কোন দৃষ্টিতে এটা খারাপ?
সামুরাই: পরিমলের “রেপ” ভালো লাগে সে করে, সিরিয়াল কিলারদের খুন করতে ভালো লাগে করে, কোন দৃষ্টিতে সেটা খারাপ হবে?
জনৈক সমকামী: আপনি কি বলতে চান সমকামীতা অপরাধ? এটা রেপ, মার্ডার?
সামুরাই: অপরাধ বিবেচনা হয় নিয়মের সাপেক্ষ। প্রাকৃতিক নিয়মের সাপেক্ষে এটা অবশ্যই অপরাধ।
জনৈক সমকামী: প্রাকৃতিক নিয়মের খেতাপুড়ি। প্রকৃতি কি জেল দেবে না ফাসি?
সামুরাই: প্রকৃতি অলরেডি এইডস দিছে, আর কি চান?।
জনৈক সমকামী: এইডস সমকামীদের হয় এইটা কোন কথা হইল? নরমাল সেক্সে করলে হয়না? ডাক্তার হিসাবে এইটা কোন কথা কইলেন?
সামুরাই: পায়ুপথের আবরণী একস্তরের, যোনী পথের আবরণী হইল তিন স্তরের। এইচআইভি ভাইরাস একস্তর দ্রুত পার করতে পারবে না তিনস্তর? রিস্ক কোনটায় বেশী পায়ুতে না যোনীতে?
জনৈক সমকামী: ধুর মিয়া, রাখেন আজাইর্যা প্যাচাল, ওখানেই বেশী সুখ পাই।
সামুরাই: শুকর হাগু খেয়েই সুখ পায় কিছু বলার নেই, যার যেটা ন্যাচার।
জনৈক সমকামী: কি বোঝোতে চাইলেন?
সামুরাই: যার যেটা ধর্ম আর কি। মানুষ মানুষের আচরণ করবে, শিয়াল শিয়ালের আর শুকর শুকরের। তবে মানুষ বেশী বুদ্ধিমান তো তাই মানুষ, কখনো মানুষ থাকে, তখনো সৎকাজ দিয়ে ফেরেশতা সম হতে পারে আবার কখনো শুকরে পরিণত হলে হাগু পথে সুখলাভ করতে পারে!
জনৈক সমকামী: বুঝেছি আপনাকে বোঝাতে সম্ভব নয়।
সামুরাই: জ্বি, কারণ আমি “হোমো” নই “হোমো সেপিয়েন” এর বংশধর। তাই অন্যপ্রজাতি- হোক সে মশা মাছি বা শুকর কোন জিনিষ কিভাবে বোঝে তা জানিনা।
(চলবে)
২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩১
কর্ণেল সামুরাই বলেছেন: ছি: ছি তুমিও রোজায় সমকামী পোষ্টে আসলা?? ভাগ্যিস মাকরুহের কাজা কাফফারা নাই!
২| ২৮ শে জুন, ২০১৫ রাত ২:৪৩
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
বাদ দ্যান মিয়া!!! আসেন ফেসবুক রংধনুর সাত-রঙে রাঙ্গাই!!
কেমুন আছেন ভাই? অনেকদিন পর আপনারে সামুতে দেখলাম!! আশা করছি আবার নিয়মিত হবেন।
"ইনসেষ্ট"- এর ডেফিনিশন মনে হয় আরো একটু বিশদ হতে পারত। যাইহোক, ভালো থাকবেন।
২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:২৮
কর্ণেল সামুরাই বলেছেন: ভালো আছি। ঘুরতে গুরতে হুট করে চলে এলাম আর কি!
৩| ২৮ শে জুন, ২০১৫ ভোর ৪:০৩
কুয়েটিয়ান পাভেল বলেছেন: অনেক ভালো একটি লেখা
২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:২৯
কর্ণেল সামুরাই বলেছেন: ধন্যবাদ
৪| ২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৫৯
ভারসাম্য বলেছেন: সমকামী বা তা সমর্থনকারীদের সবচেয়ে বড় যুক্তিটিই ( প্রকৃতিতে সমকামের অস্তিত্ব থাকা ) আসলে সমকামের বিপক্ষে সবচেয়ে বড় যুক্তি। কারন প্রকৃতিতে মানুষ বাদে অন্যকোন প্রজাতির মধ্যে সমকামের অস্তিত্ব নেই বললেই চলে। খুবই নগন্য পর্যায়ের যে দুয়েকটি উদাহরণ পাওয়া যায়, তাও হয়তো বিশেষ পরিস্থিতি সাপেক্ষে হয় এবং তা প্রকৃতির ধারা অর্থাৎ বংশগতি রক্ষা করতে সক্ষম হয় না।
এবার আসা যাক, জন্মগতভাবে কিছু মানুষের সমকামপ্রবণ থাকার ব্যাপারে। এটাও অতিরঞ্জিত। জন্মগতভাবে অনেক মানুষই বিভিন্ন ধরনের প্রতিবন্ধীত্ব নিয়ে যেমন জন্মায়, তেমনি জন্মপরবর্তী সময়ে বিভিন্ন অসুখ বা দুর্ঘটনায়ও অনেক ধরনের প্রতিবন্ধীত্ব প্রাপ্ত হয়। জন্মগত অনেক প্রতিবন্ধীত্বও সুচিকিৎসায় যেমন দূরীভূত হতে পারে, তেমনি খুবই নগণ্য সংখ্যক কিছু মানুষের জন্মগত সমকাম প্রবণতাও অসুস্থতা হিসেবে ধরে চিকিৎসা ও পুনর্বাসন এর আওতায় পড়তে পারে কেবল। সেটাকে জন্মগত স্বাভাবিক অবস্থা বলা যেতে পারে না কখনো। তাছাড়া অধিকাংশ সমকামীই জন্মগত নয়, পরিবেশগত কারনে হয়ে ওঠে। এটা তাদের দোষ নয়, কিন্তু সমকামী না হওয়া সত্বেও যারা তাদের আন্দোলনকে সমর্থন দেয়, তারাই আসলে সমকামী হয়ে ওঠার পরিবেশগত নিয়ামকগুলো লালন করছে। সমকামীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গী মানবিক হয়ে ওঠা যেমন দরকার আমাদের, তেমনি সমকামপ্রবণতা বিকাশে যারা কাজ করছে বা সমর্থন দিচ্ছে তাদেরও ঘঋণা এবং প্রতিরোধ করা উচিৎ যথাসম্ভব। কাজেই এই লেখায় খাকা সমকামী চরিত্রটিকে, সমকাম সমর্থক কোন চরিত্র দিয়ে পরিবর্তিত করে দিলে ভাল হয় মনে হয়।
লেখায় ভাল লাগা অনেক অনেক।
২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩০
কর্ণেল সামুরাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৫| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ইসলাম কেবল স্বামী-স্ত্রীর মধ্যে অর্থাৎ বৈধভাবে নারী এবং পুরুষের মধ্যে যৌনসঙ্গম অনুমোদন করে।একারণে সমকামী যৌনাচার ইসলামে নিষিদ্ধ।ইসলামের দৃষ্টিতে এটি একটি বিকৃত ও অত্যন্ত নিকৃষ্ট যৌনাচার যা নারী-পুরুষ যৌনতার স্বাভাবিকতাবিবর্জিত এবং যৌনতার মাধ্যমে প্রাকৃতিকভাবে প্রজননের পরিপন্থী,যা সৃষ্টিগতভবে যৌনতার মৌলিক ও কেন্দ্রীয় উদ্দেশ্য। ইসলামের দৃষ্টিতে এটি ব্যভিচার ও পরকীয়া থেকেও খারাপ একটি কাজ। সমকামীযৌনাচারের কারণে অতীতে নবী লূত(আঃ)এর সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দেয়ার সাবধানকারী ঘটনা কুরআনের একাধিক সূরা ও একাধিক হাদীসে উল্লেখ রয়েছে।এছাড়া নবী মুহাম্মদ(সাঃ) সমকামীদের অভিসম্পাত করেছেন,সমাজকে সমকামিতার প্রভাব থেকে মুক্ত করতে এদের হত্যা করার নির্দেশ দিয়েছেন;এছাড়া চারখলিফাও এ ব্যাপারে একমত প্রকাশ করেছেন।সমকামিতা রোধ করার জন্য ইসলামে নারী পুরুষকে লিঙ্গ অনুযায়ী পোশাকীয় ও আচরণিক স্বকীয়তা বজায় রাখতে বলা হয়েছে এবং নারীকে পুরূষের বেশভুষা ও আচরণ এবং পুরুষকে নারীর বেশভুষা ও আচরণ অণুকরণ করতে নিষেধ করা হয়েছে।
২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩২
কর্ণেল সামুরাই বলেছেন: নাইস স্পিচ!
৬| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:২২
শতদ্রু একটি নদী... বলেছেন: যারা দুর্গন্ধযুক্ত বর্জ্যের রাস্তায় যাইতে ইচ্ছুক যাইতে দ্যান। বিকৃত মানুষ থাকবেই, চিকিতসায় কাজ না হইলে ভাগাড় হিসেবে আমেরিকা তো আছেই, ওইখানে রপ্তানী করা যাইতে পারে ওইসব পায়ুপথ প্রেমীদের।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৭
কর্ণেল সামুরাই বলেছেন: রংধনুময় রপ্তানী!
৭| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৪৬
ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৯
কর্ণেল সামুরাই বলেছেন:
৮| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৪৬
টু-ইমদাদ বলেছেন: অসম্ভব যুক্তি উপস্থাপন করেছেন . . ভাল লেগেছে ।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৮
কর্ণেল সামুরাই বলেছেন: ধন্যবাদ
৯| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯
ভয়ংকর বিশু বলেছেন: আইছেন উনি আমেরিকার দোষ গুন বিচার করতে। সাদ্দাম লাদেনের পরিনতির কথা মনে আছে তো?
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০২
কর্ণেল সামুরাই বলেছেন: সাদ্দাম লাদেনের কল্লার পরিণতি আর আমেরিকানদের পায়ুর ভবিষ্যত পরিণতি দুটোই শঙ্কাময়! লাইফ ইনসুরেন্স এর পাশাপাশি সময় এসেছে পায়ু ইন্সুরেন্স চালু করবার!
১০| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:২১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সিরাম দিলেন ভাই ! নিকট ভবিষ্যতে আমেরিকার রাস্তায় কিছু পড়ে গেলে সেটা আর ওঠানো যাবে না !!
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০২
কর্ণেল সামুরাই বলেছেন:
!!
১১| ২৯ শে জুন, ২০১৫ রাত ১:৩২
জয়গন বলেছেন: নিন্দা প্রকাশের ভাষা নেই
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৩
কর্ণেল সামুরাই বলেছেন: নির্বাক নিন্দাও মন্দ নয়!
১২| ২৯ শে জুন, ২০১৫ রাত ১:৫৫
আফতাব বিন তারিক বলেছেন: এগুলি partner পাইবো কই??????????? দুইদিন পর তো এগুলি সমকামী রেপ শুরু কইরা দিব ..................
আচ্ছা সমকামী রেপে কি ফাসী হয়??????????
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৪
কর্ণেল সামুরাই বলেছেন: সবগুলো ফুটো খুজে একটা রেপিং ডেফিনেশন আপডেট জরুরী!
১৩| ২৯ শে জুন, ২০১৫ ভোর ৬:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাবলীল পোস্ট।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৪
কর্ণেল সামুরাই বলেছেন:
১৪| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৬
বাংলার জামিনদার বলেছেন: পুন্দাপুন্দি ভালো না। তবে কারোর যদি একান্তই মনে হয়, এ না করলে আমি মারা যামু, তারে বাচতে দেন। ভালো খারাপ যাই হোক ফল তারা পাবে।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৬
কর্ণেল সামুরাই বলেছেন: পুন্দাপুন্দি ভালো না... বলতে গিয়ে প্রসঙ্গটা আবারো পুন্দাপুন্দিতেই চলে গেল!
১৫| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ৯:৫৫
ঘুড়তে থাকা চিল বলেছেন: অসাধারণ লেখছেন ভাই ৷
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৭
কর্ণেল সামুরাই বলেছেন:
১৬| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:২৪
মহাজাগতিক পাগল বলেছেন: সমকামীদের থেকে তাদের সমর্থনকারী রাই বেশি সক্রিয় পারলে তারাও সমকামের একজন কে বিয়ে করে ফেলে । আপনার লেখাকে শুধু সামুরাই এর চ্যাটিং না বলে রংধনুধারী পোন্দানো নামা হিসেবে সকল স্ট্রেইট মানুষের কাছে থাকা উচিত । বেশি ভাল হইছে
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৭
কর্ণেল সামুরাই বলেছেন:
১৭| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১২
তাসজিদ বলেছেন:
দারুণ দারুণ দারুণ।
একেবারে বাশ দিয়েছেন। ১৯৯৯ টা পিলাচ
১৮| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
১৯| ০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪
টারজান০০০০৭ বলেছেন: আপনিতো ভালো মানুষ নহে ! পায়ুকামীদের আয়ু ক্ষয় করিতেছেন ! তাহাদের স্বপ্ন পায়ুকামীদের দেশে গিয়া পায়ুমারা খাওয়ায় নিরুৎসাহিত করিতেছেন ! আমাদের রপ্তানি আয়ে বাধার সৃষ্টি করিতেছেন !
আপনি পায়ুবাধিকারের লঙ্ঘন করিতেছেন !
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৫ রাত ১:৩৫
ভয়ংকর বিশু বলেছেন: ছি ছি ছি, রোজা্য ফেসবুকে গেসো? তোমার রোজা মাকরু হয়ে গেসে।