![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহিউদ্দিন খালেদ। পেশায় ইঞ্জিনিয়ার। পড়তে ভালোবাসি। নিজের একটা চিন্তা জগত আছে। সেখানে চারপাশের অনেক কিছু নিয়ে অনেক নিঃশব্দ আলোচনা হয়! সেই আলোচনা গুলোর সাথে বৃহত্তর জগতের সংযোগ ঘটাতে ইচ্ছে করে!
টিভি তে একটু আগে খবর টা দেখলাম। শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন, ১৯ যাত্রী অগ্নিদগ্ধ। আমার জীবনের মুল্যবান সতেরটা বছর কেটেছে ঢাকায়। এরমধ্যে প্রতি সপ্তাহে তিন দিন করে ধরলেও আমি সর্বমোট পাঁচ হাজার তিনশ চার বার বাস যাত্রী হয়ে শাহবাগ দিয়ে গিয়েছি। নিতান্ত পরিসংখ্যান গত কারনে আজ আমি সেই হতভাগ্য দের একজন নই। যে উনিশ জন মানুষ জীবন্ত দগ্ধ হয়েছে তারা সবাই জানত অবরোধ হরতালে বাসে আগুন দেয়া সাধারন ঘটনা। কিন্তু তাদের মনে এটা আসে নাই যে হাজার হাজার বাস থাকতে ঠিক তাদের বাসটাতেই আগুন দেবে। কিন্তু সত্যি সত্যি যখন তাদের বাসটাই জ্বলে উঠল এবং লেলিহান আগুনের শিখা তাদের দিকে ধেয়ে আসল তখন তাদের কি রকম লেগেছে? তাদের কি মনে হয় নাই, এর আগের ‘অন্য মানুষ পুড়ে যাবার ঘটনাগুলো’ তারা মানসিক ভাবে যেভাবে শেষ করেছিল সেটা যথার্থ ছিল না?
যারা বাসে আগুন দিয়েছে তারা কি রকম মানুষ? ধরে নিলাম তারা খারাপ মানুষ। কিন্তু তারা কত খারাপ? তাদের কেউ কি কোন দিন কোন মানুষ কে বিপদে সাহায্য করে নাই? কোনদিন কোন রোগীর সেবা করে নাই? ভিক্ষুক কে ভিক্ষা দেয় নাই? তাইলে আগুন দেবার সময় তাদের কেন মনে আসল না আমার আরেকটা ‘খারাপ বন্ধু’ ও ত অই বাসে থাকতে পারে। আমাকে কোন দিন বাঁচাইছিল সেরকম কেউ ও ত বাসে থাকতে পারে!
আমি পশুকে মানুষ ভাবি না। মানুষ কে পশু ভাবি না। আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি সাধারন মানুষ কত ভাল। আমি নারায়নগঞ্জ থেকে ঢাকা আসব। টাকা নাই। বাস কন্ডাক্টর কে বললাম। সে আমাকে ভি আই পি মর্যাদা দিয়ে বিনা পয়সায় বাসে চড়িয়ে নিয়ে আসল! একবার মামার সাথে বানিজ্য মেলায় গিয়ে মামা হারাই ফেলছি। হলে ফেরার টাকা নাই। টেম্পোওয়ালা কে বললাম- আমার কাছে চুইংগাম আছে। চুইংগাম দিলে মালিবাগ নিয়ে যাবেন কিনা? টেম্পোওয়ালা বলল- আসেন, আর আপ্নের চুইংগাম আপনে খান। তখন রোজার দিন। মালিবাগ পৌছানোর আগেই মাগরিবের আজান দিল। আমাকে টেম্পোওয়ালা এবং তার হেল্পারের সাথে ইফতার করতে হল। আমি নাকি তাদের মেহমান! এই রকম অনেক ঘটনা আছে এবং এই ঘটনাগুলোর ‘মহান মানুষ’ রা সবাই সাধারন মানুষ।
আমার নিশ্চিত ধারনা, যারা বাসে আগুন দিচ্ছে তারাও জেনেটিক্যালি দানব অথবা পাষন্ড নয়। তারাও সাধারন মানুষ এবং কখনো না কখনো মানুষের জন্য ভাল কিছু না কিছু করেছে।
এই মানুষ গুলোর উপর কি তাইলে এমন কোন ‘বিষ’ প্রয়োগ করা হয়েছে যার প্রভাবে তাদের মস্তিষ্কের কোন কোন এলাকা সন্মোহিত এবং কিছু কিছু এলাকা অকার্যকর হয়ে পড়েছে?
সেই ‘বিষক্ষতের উৎস’ টা খুঁজে বের করা খুব জরুরী। কারন টা কোন ‘মহান কারন’ নয়। বাস্তব কারন।আমাদের সবার দিকেই ধেয়ে আসছে লেলিহান আগুন! আমরা কেউ নিরাপদ নই!
©somewhere in net ltd.