নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভাল। ইহা ক্ষুধা উদ্রেক করে!

হঠাৎ ধুমকেতু

আমি মহিউদ্দিন খালেদ। পেশায় ইঞ্জিনিয়ার। পড়তে ভালোবাসি। নিজের একটা চিন্তা জগত আছে। সেখানে চারপাশের অনেক কিছু নিয়ে অনেক নিঃশব্দ আলোচনা হয়! সেই আলোচনা গুলোর সাথে বৃহত্তর জগতের সংযোগ ঘটাতে ইচ্ছে করে!

হঠাৎ ধুমকেতু › বিস্তারিত পোস্টঃ

লুকা ব্রাসী’র পুনর্জন্ম

০২ রা মে, ২০১৪ ভোর ৪:১২

(এটা একটা বানানো গল্প । পড়ে কেউ কলিজায় কোপ খেলে আমার দোষ নাই। আমি ত বলেই দিছি ভাই, এটা বানানো গল্প।)



গল্পের গড ফাদার ডন ভিটো কর্লিওনি’র বাস্তব পৃথিবীতে পুনর্জন্ম হয়েছে। সেই সাথে পুনর্জন্ম হয়েছে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, পিশাচ লুকা ব্রাসী’র ও। ডন কর্লিওনি ঠিক করে ফেলেছেন যত দ্রুত সম্ভব সাম্রাজ্য বিস্তার করে ফেলবেন। কন্সিলিঅরি টম হেগেন কে দিয়ে লুকা ব্রাসী কে ডাকা পাঠালেন ডন।



লুকা ব্রাসীর দানবের মত মুখে রক্ত জমাট বেঁধে থম থম করছে। একই সাথে অপমান এবং ক্রোধে থর থর করে কাঁপছে সেই মুখের প্রতিটা শিরা উপশিরা। ডন কর্লিওনি শিওরে উঠলেন। কি হয়েছে লুকা’র!



গড ফাদার, গড ফাদার! ঈশ্বর আমাকে শাস্তি দেবার জন্য বিশেষ ধরনের নরক বানিয়েছিলেন তা তে আমার কোন অভিযোগ ছিল না। কিন্তু তিনি কেন আমাকে অপমান করলেন? কেন গড ফাদার? কেন? বলতে বলতে কোমরের খাপ থেকে শান দেয়া ছুরি বের করে মুহুর্তেই নিজের গলায় পোঁচ দিল লুকা ব্রাসি। গল গল করে বেরিয়ে আসল তরতাজা রক্ত!



নিজের অজান্তেই গড ফাদারের মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বেরিয়ে আসল। ঈশ্বর তোমাকে কিভাবে অপমান করলেন লুকা?



গড ফাদার, আমি এখন আর পৃথিবী’র সেরা পিশাচ নই গড ফাদার। ঈশ্বর আমার মাথাকে তাদের হাঁটুর কাছে নামিয়ে দিয়েছেন গড ফাদার।



বল কি? তুমি না নিজের সদ্যোজাত সন্তান কে আগুনের চুল্লিতে নিক্ষেপ করেছিলে। কোন নতুন পিশাচ এই পৃথিবী’তে জন্মেছে যে তোমার চেয়ে বড়?



গড ফাদার, আপনি তাইলে নিজের চোখেই দেখেন গড ফাদার।



দুমড়ানো কয়েকটা বাংলাদেশি নিউজ পেপার বিশাল পকেট থেকে বের করে লুকা ব্রাসী গড ফাদারের হাতে ধরিয়ে দিল।



নিউজ পেপারে চোখ বুলাতে বুলাতে গড ফাদার আড় চোখে লুকা ব্রাসী’র কান্ড দেখছেন।



ধারালো ছুরি’র পোঁচ দিয়ে দিয়ে নিজের গলা, বুক, পেট, ফালা ফালা করে চিরে ফেলছে লুকা ব্রাসী।মেঝেতে টপ টপ করে ঝরে পড়া রক্তের বড় বড় ফোঁটাগুলো কোন দিকে গড়িয়েও যাচ্ছে না। তারাও যেন অবাক বিস্ময়ে থমকে আছে!



লুকা ব্রাসী অনন্ত নরক কে ভয় করে না। তার একমাত্র ভয় ছিল ঈশ্বর তাকে অপমান করে কখনো বিশ্বের এক নম্বর পিশাচের পদ থেকে সরিয়ে দেবেন।



বাংলাদেশের ভয়ঙ্কর কিছু নর পিশাচ লুকা ব্রাসী’র সেই আশঙ্কা কেই আজ সত্যি প্রমাণিত করেছে।



( নদী!একদিন গান গেয়েছিলাম, ‘এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে/ আমার রাখাল মন গান গেয়ে যায়’। আজকে ‘পিশাচপুরী’ থেকে তোমার পা ধরে ক্ষমা চাইলাম নদী।)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:২৬

দয়ালু বলেছেন: + ভাই

২| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:৫৩

হঠাৎ ধুমকেতু বলেছেন: ধন্যবাদ ভাই দয়ালু।

৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:০৭

অদৃশ্য বলেছেন:





জলে ভেসে যাচ্ছে বিবেক, মনুষ্যত্ব

শুভকামনা...

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:২৩

হঠাৎ ধুমকেতু বলেছেন: আমি সামুতেই 'আর্তনাদ' একটা গল্প লিখেছিলাম। এই গল্পে মনে হয় ব্যাপার টা আরো ভাল বুঝা যাচ্ছে।

৪| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:০৭

হঠাৎ ধুমকেতু বলেছেন: সবচেয়ে ভয়াবহ হচ্ছে পিশাচ রা পরিণত হচ্ছে উঠতি বয়সী দের রুল মডেলে। কারণ কৈশোরের আগেই জেনে যাচ্চে পিশাচ রাই সবচেয়ে ক্ষমতাবান সমাজে। কারন পিশাচ দের ক্ষমতা বিস্তারের আদর্শ পরিবেশ আমাদের সমাজে রয়েছে। এবং এটা কে আমরা দিন দিন আগের চেয়ে বেশি মেনে নিচ্ছি। এখন মানুষ 'কিন্তু কিছু ত করার নাই' এই কথাটা উচ্চারন করার পর কোন দীর্ঘ শ্বাস ও ফেলেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.