![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহিউদ্দিন খালেদ। পেশায় ইঞ্জিনিয়ার। পড়তে ভালোবাসি। নিজের একটা চিন্তা জগত আছে। সেখানে চারপাশের অনেক কিছু নিয়ে অনেক নিঃশব্দ আলোচনা হয়! সেই আলোচনা গুলোর সাথে বৃহত্তর জগতের সংযোগ ঘটাতে ইচ্ছে করে!
প্রকৃতির অনন্য সৃষ্টি মানব জাতি। বংশ পরস্পরায় এই মানব জাতি কে টিকিয়ে রাখার জন্য প্রকৃতির ইঞ্জিনিয়ার তাঁর ডিজাইনে দুইটা প্যাটার্ন নির্ধারন করলেন। একটা প্যাটার্ন হল নর। একটা প্যাটার্ন হল নারী। মানুষের নিজের বেঁচে থাকার জন্য দরকার প্রেরণা। প্রকৃতির নিজেকে বাঁচিয়ে রাখার জন্য দরকার সন্তান। দুটো উদ্যেশ্য একসাথে পূরণ করবার জন্য প্রকৃতির ইঞ্জিনিয়ার দুইটা ডিজাইনের মধ্যে তীব্র আকর্ষণ সৃষ্টি করে দিলেন। মানসিক, আর্থিক, সামাজিক, রাষ্ট্রীয় কোন বিপর্যয়ে ই যাতে না থামে নর-নারী র মিলন, বুক থেকে হারিয়ে না যায় বেঁচে থাকার প্রেরণা- সেই ব্যবস্থা প্রকৃতির ইঞ্জিনিয়ার করলেন।
যে মহৎ বোধ টা আমাদের প্রতি মুহুর্তে প্রকৃতির অনন্য ইঞ্জিনিয়ার কে স্মরন করায় সেটাই হচ্ছে যৌন চেতনা। কোন সুস্থ স্বাভাবিক নারী পুরুষ তার বেঁচে থাকার একটি মুহুর্ত ও যৌন চেতনা থেকে মুক্ত নয়। প্রকৃতি সেই ব্যবস্থা রাখেনি।
কিন্তু অবশ্যম্ভাবী হলেও যৌনতা মানুষের সামগ্রিক চেতনার, সামগ্রিক সৌন্দর্য্য বোধের অংশ মাত্র। কোন মানুষের সম্ভাবনার অন্যান্য দিক গুলো গৌণ করে দিয়ে তাকে শুধু যৌনতার মধ্যে মুড়ে দেয়া হলে তাকে অসন্মান করা হয়। সভ্যতার অন্যতম একটা চ্যালেঞ্জ হতে পারত, ‘যুগ যুগ ধরে নারী দের কে যৌনতার মধ্যে মুড়ে দেবার প্রবনতা’ থেকে বের হয়ে আসা। কিন্তু তা হয় নি। নারী কে পন্য বানানো চলছেই( আইপিএল এর চিয়ার লিডার দের উদাহরন দেয়া যেতে পারে। ক্রিকেটের মত ‘আপনাতেই সুন্দর’ একটা খেলাকে কেন যৌন সুড়সুড়ি দিয়ে বিক্রি করতে হয় আমি জানি না) ।
কিন্তু একজন মানুষ আরেকজন মানুষ কে পন্য ভাবলে তাদের মধ্যে শারীরিক যোগাযোগ সম্ভব হলেও মানবিক যোগাযোগ সম্ভব নয়। আর বৃহত্তর অর্থে এই মানবিক যোগাযোগ সম্ভব না হবার কারণে পৃথিবীতে নর এবং নারী দূইটা আলাদা শ্রেণী গোষ্ঠী হিসেবে রয়ে গেছে এবং ‘কালেক্টিভ ইন্টেলিজেন্স’ এর চুড়ান্ত উৎকর্ষিত রূপ এখনো পৃথিবী দেখেনি।
ছেলেমেয়েদের মধ্যে যারা তুলনামুলক উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন তারা এই চর্চাটা শুরু করতে পারে। যৌন চেতনা কে অস্বীকার করে নয়, এটাকে স্বীকার করে নিয়েই বিপরীত লিঙ্গের মানুষের সাথে তৈরি করতে পারে সহজ মানবিক সম্পর্ক। এটা যত দিন না হবে ততদিন পৃথিবীর তথাকথিত অগ্রযাত্রা মানব জাতি’র কোন কাজে আসবে না।
©somewhere in net ltd.