![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহিউদ্দিন খালেদ। পেশায় ইঞ্জিনিয়ার। পড়তে ভালোবাসি। নিজের একটা চিন্তা জগত আছে। সেখানে চারপাশের অনেক কিছু নিয়ে অনেক নিঃশব্দ আলোচনা হয়! সেই আলোচনা গুলোর সাথে বৃহত্তর জগতের সংযোগ ঘটাতে ইচ্ছে করে!
মানুষ হিসেবে আমি অতি নিকৃষ্ট। আমার নির্দিষ্ট জীবন বৃত্তের বাইরে পৃথিবী ধবংস হয়ে গেলেও আমার কিছু যায় আসে না। আমার বৃত্ত ঠিক রাখার জন্য আমি প্রয়োজনে সৃষ্টি কে ধবংস বলি। ধবংস কে বলি সৃষ্টি। ফিলিস্তিনে বোমা মারায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মদদ দিচ্ছে যেসব ধনী শক্তিশালী দেশ তাদের কেউ যদি আমাকে মিনিমাম কোন সুবিধা দেয় তাইলে আমি তাদের পা চাটা কুকুর হয়ে যাব। তাদের দেশ বিশ্বকাপ ফুটবল খেললে অকুণ্ঠ ভাবে তাদের দেশ কে সমর্থন করব। আবার ফিলিস্তিন সমর্থন কারী কোন গোষ্ঠীর থেকে যদি আমার পকেটে পয়সা আসে তাইলে ইহুদি নাসরা দের কঠিন অভিশাপ দিয়ে আমি আশেপাশে ভূমিকম্প ঘটিয়ে দেব। সব কিছুর কেন্দ্রে আমার জীবন বৃত্ত। আমার জীবন বৃত্ত ঠিক। সব কিছু ঠিক।
ইসরায়েল যখন ফিলিস্তিনে বোমা মেরে শিশু হত্যা করে তখন এটার প্রতিবাদ করার আগে আমি ভাবি- ‘হায় হায় ফিলিস্তিনিরা ত মুসলমান। ওদের পক্ষে বললে প্রগতিশীল রা আবার আমাকে জঙ্গি টঙ্গি ভাববে না ত?’ কিছু বলার আগে আমি চুপেচাপে দেখে নেই প্রগতিশীল রা এ বিষয়ে কি বলল। যদি প্রগতিশীল রা বোমা মেরে শিশু হত্যার প্রতিবাদ করে তখন আমিও অনেক টা তাদের স্টাইলে ফেসবুকে একটা স্ট্যাটাস দেই। এতে সুন্দর প্রগতিশীলতার মোড়কে আমার ধর্ম রক্ষা হয়ে যায় এবং একই সাথে ধর্মের মোড়কে আমার প্রগতিশীলতাও রক্ষা হয়ে যায়। আমি অন্তরে সুখ অনুভব করি।
আমি মনে মনে খুব নিচু এবং জঘন্য সাম্প্রদায়িক। গাজা উপত্যকায় বোমায় নিহত মুসলিম শিশু র ছবি অনুকূল পরিবেশে দেখিয়ে আমি অশ্রুপাত করি। আর মনে মনে ভাবি- এর চেয়ে আরো নির্মম ভাবে একটা কাফের শিশু কে হত্যা করে এর প্রতিশোধ নেয়া উচিত।
আমার মধ্যে কোন মানবিক বোধ যেহেতু নাই কাজেই আমি কোন ধর্মের সেটা গুরুত্ব পূর্ন নয়।ধর্ম ইতর প্রাণী কে মানুষে পরিণত করতে পারে না। সেটা তার অমানুষ সত্ত্বা কে আরো হিংস্র করে তুলতে পারে কেবল।
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১০
হঠাৎ ধুমকেতু বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা।
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১০
হঠাৎ ধুমকেতু বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৯
পার্থ তালুকদার বলেছেন: অনেকের মনের গোপন কথা !
২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭
হঠাৎ ধুমকেতু বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:১১
আলম দীপ্র বলেছেন: আপনার কথা বলার ভঙ্গী ভাল লাগ্ল।