নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভাল। ইহা ক্ষুধা উদ্রেক করে!

হঠাৎ ধুমকেতু

আমি মহিউদ্দিন খালেদ। পেশায় ইঞ্জিনিয়ার। পড়তে ভালোবাসি। নিজের একটা চিন্তা জগত আছে। সেখানে চারপাশের অনেক কিছু নিয়ে অনেক নিঃশব্দ আলোচনা হয়! সেই আলোচনা গুলোর সাথে বৃহত্তর জগতের সংযোগ ঘটাতে ইচ্ছে করে!

হঠাৎ ধুমকেতু › বিস্তারিত পোস্টঃ

প্যালেস্টাইনি শিশু বলছি!

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫১

আমি একটি সদ্যোজাত প্যালেস্টাইনি শিশু। আমার মা আমার জন্মের আগেই ইসরাইলী হামলায় মারা যায়। ডাক্তার রা অস্ত্রোপচার করে আমার মৃত মার গর্ভ থেকে আমাকে জীবন্ত উদ্ধার করে। আমি জানিনা আমি নিজে কতক্ষণ বেঁচে থাকব। কারন জন্মের পর প্রথম ছ’মাস আমার শুধুই মায়ের দুধ খেয়ে বেঁচে থাকার কথা ছিল। শুধু দুধ খাওয়া বাদ দিয়েও একটা শিশুকে মায়ের বুকে ঘুমাতে হয়। মায়ের শরীরের ঘ্রাণ পেতে হয়। মায়ের হাসি হাসি মমতা মাখা মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। মা ই শিশুর পৃথিবী। আমি জন্মেই দেখলাম আমার পৃথিবী মৃত!



আমি জানিনা আমি নিজে কতক্ষণ এই অভিশপ্ত পৃথিবীতে বেঁচে থাকব। বেঁচে থাকার আদৌ কোন ইচ্ছেও অবশ্য আমার নেই। তবে মিথ্যেবাদী দের হাতে নিহত হবার আগে মিথ্যেবাদী দের উদ্যেশ্য আমি কিছু কথা বলে ফেলতে চাই। আমার কথাগুলো বোঝার ক্ষমতা অবশ্যই মিথ্যেবাদী অথবা নপুংসক দের নাই!



হে মিথ্যেবাদী রা, তোমরা যদি ভাব আমার পৃথিবীকে হত্যা করে তোমরা তোমাদের পৃথিবীকে নিরাপদ করছ তাইলে তোমাদের সেই ভাবনা ভুল। কারন যেসব নপুংসক রা আজকে তোমাদের সমর্থন দিচ্ছে তারা যদি দেখত তোমাদের বিরুদ্ধে যাওয়াটা তাদের ‘ব্যবসা’র জন্য ভাল তাহলে তারা মুখরা শকুন হয়ে তোমাদের উপরেই ঝাঁপিয়ে পড়ত! তারাও তোমাদের মতই মিথ্যেবাদী এবং একজন মিথ্যেবাদী কখনো আরেকজন মিথ্যেবাদী কে নিরাপত্তা দিতে পারে না।



এই পৃথিবীর তাবৎ মানুষ এখনো নপুংসক নয় এবং এখনো যারা নপুংসক নয় তাদের নির্ভীক ভিসুভিয়াসের লাভায় যদি পর্যাপ্ত আগুন থেকে থাকে তাইলে পৃথিবীটা শেষ পর্যন্ত জীবন্ত থাকার একটা সম্ভাবনা আছে। নিজের শরীরে ছড়িয়ে পড়া ‘পাপ এবং রোগ’ ধ্বংস করার জন্য ‘ধুল পরিমাণ জীবন্ত পৃথিবী’ একবার গা ঝাড়া দিলেই তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে!



আর নপুংসক রাই যদি শেষ পর্যন্ত জয়ী হয় তাইলে পৃথিবী টা পাপ এবং বীভৎস রোগের কামড়ে মরে যাবে। সেই মৃত পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটা মানুষের অবস্থা হবে জন্মের পর পর ই মাতৃহারা শিশুর অবস্থার মতই ভয়ঙ্কর!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.