![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet
আজকের দিনের জন্য ফেইসবুকে আনলাইক বাটন টা খুব মিস করছি। সব কিছু আনলাইক করতে মন চাচ্ছে, সব। লাইক শব্দটা দেখলেই গায়ে আগুন জ্বলে উঠছে। সত্যি কথা বলতে আমাদের কোনরকমই লাগছে না, আমরা অনুভূতি শুন্য হয়ে যাচ্ছি, হয়ে গেছি।
// আল্লাহ আমাদের অনুভূতি ফিরিয়ে দাও। যারা মারা গেছে, যারা আহত হইছে, যারা চাপা পড়ে আছে, যাদের উদ্ধার করে হবে, যাদেরকে রাতের আধারে কবর দেয়া হবে মৃত মানুষের সংখ্যা কমিয়ে আনার জন্য, যাদেরকে ইট-পাথর-সুরকি'র সাথে বুল্ডজার দিয়ে পিষিয়ে ফেলা হবে অথবা যাদেরকে আর কোনদিনই পাওয়া যাবে না- তারা সবাই মানুষ, একেকজন রক্ত-মাংসের মানুষ। কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, কারো বন্ধু, কারো স্বজন। তারা শুধুই একেকটা সংখ্যা নয়। তারা শুধুই ৯০, ১০০, ১২০ কিংবা তারো অধিক কোনো একক নয়। তারা মানুষ। তারা আমি, তারা আপনি, তারা আমরা।
আল্লাহ আমাদের অনুভূতি ফিরিয়ে দাও। আমাদের মাফ করো।
©somewhere in net ltd.