নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম

দিনের শেষে আমরা সবাই একা...

কুল_কুয়াইট

দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet

কুল_কুয়াইট › বিস্তারিত পোস্টঃ

রানা যদি কুত্তার বাচ্চা অথবা শুয়োরের বাচ্চা হয় তবে মুরাদ জং ও সেই কুত্তার বাচ্চা অথবা শুয়োরের বাচ্চার সহযোগী।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১০

''অন্যায় যে করে আর অন্যায় যে সহে

তব ঘৃণা যেন তৃণ সমদহে।''







পুলিশের খাতায় রানা পলাতক (যদিও আমি মনে করি তাকে লুকিয়ে রাখা হয়েছে অথবা দেশের বাইরে চলে যেতে সাহায্য করা হয়েছে); কিন্তু রানাকে পালিয়ে যেতে সহযোগিতা অথবা লুকিয়ে রাখার কারণে এমপি মুরাদ জং কে কেন গ্রেফতার করা হচ্ছে না?



রানা যদি কুত্তার বাচ্চা অথবা শুয়োরের বাচ্চা হয় তবে মুরাদ জং ও সেই কুত্তার বাচ্চা অথবা শুয়োরের বাচ্চার সহযোগী।



এবার চলেন একটু অংক করি।

প্রতিজন মানুষকে পরোক্ষভাবে (ধরে নিলাম) হত্যা করার কারণে যদি রানা এবং গার্মেন্টস মালিকদের প্রত্যেকের ৬ মাস (মিনিমাম ধরে নিলাম) করেও জেল হয় তবে ৪০০ (ধরে নিলাম) মানুষ হত্যার কারণে তাদের টোটাল জেল হওয়া উচিত কমপক্ষে ৪০০x৬ মাস=২০০ বছর; মৃতের সংখ্যা বাড়ার সাথে সাথে যা আনুপাতিক হারে বাড়বে। তাহলে রানাকে সহযোগিতা করার কারণে মুরাদ জং এর কতবছর জেল হওয়া উচিত? রানার অর্ধেক হলেও তো ১০০ বছর।



একজন ১০০ বছর সাজা পাওয়া উচিত আসামীকে গ্রেফতার করে শাস্তির আওতায় এনে সরকার কি দৃষ্টান্ত স্থাপন করতে পারে না?



পাদটিকাঃ হিসাবগুলো একান্তই আমার নিজের উর্বর (পড়ুন অনুর্বর) মস্তিষ্কের চিন্তার ফসল। কেউ অথবা সবাই আমার এই চিন্তার সাথে একমত হবেন আমি এমনটি আশা করছি না।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

অরন্য জীবন বলেছেন: দল নিজের স্বার্থেই এদেরকে লালন পালন করবে। একজন কে মারবেন আর এক জন আসবে। এইখানে হাত দিয়ে লাভ নাই। দেশের শাষন তন্ত্র পরিবর্তন করতে হবে।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

কুল_কুয়াইট বলেছেন: আমি তাকে চিনি না, তার দল চিনি না। আমি জানি সে অপরাধ করেছে এবং সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। নো মারসি

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

হুমায়ুন তোরাব বলেছেন: ekta ghum den..
jemne cholse sevabei desh cholbe

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

কুল_কুয়াইট বলেছেন: ঘুম তো আসে নারে ভাই!!! ডর করে!

মনে হয় এই বুঝি নিহত একেকজনের পেতাত্না এসে জিজ্ঞেস করছে কী করেছিলি আমার জন্য?

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৯

বোকা_ছেলে বলেছেন: জয় বাংলা জপ্তে জপ্তে ঘুমাই যান
এভাবেই চলবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.