![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet
আজকে গাড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়ার কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার টের পেলো এক্সিলারেটর নিচ্ছে না; ২০ এর উপর উঠছেই না। অগত্যা রাস্তার দু'পাশে সার্ভিসিং এর দোকান খুজতে খুজতে এই গতিতেই সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু। যেতে যেতে ১০/১২ কিলো পার হবার পর একটা ওয়ার্কশপ পেয়ে যখন গাড়ি ঢুকাতে যাবে এমন সময় ড্রাইভার বুঝতে পারলো এক্সিলারেটর ঠিক হয়ে গেছে। কী সাংঘাতিক!! তারপর আর কে সার্ভিসিং করায় গাড়ি?
আমাদের অসুখ হয়। ডাক্তারের কাছে যাই। ডাক্তার মশাই আমাদেরকে ভালো-মন্দ ভাবে পর্যবেক্ষণ করে (অনেক সময় বিভিন্ন টেস্টের রিপোর্ট দেখে) ওষুধ দিয়ে দেয়, এন্টিবায়োটিক, এক সপ্তাহ-পনেরদিনের কোর্স। আমরা ২/৩ ওষুধ খেয়ে দেখি ভালো হয়ে গেছি। কী সর্বনাশ!!! ধ্যাত, আর কে খায় ওষুধ??
আমাদের অবহেলায় চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙ্গে পড়ে 'লাইভ' বাজারের উপর; তাজরীন গার্মেন্টসে আগুন লেগে মানুষ পুড়ে মরে অথবা পুড়িয়ে মারা হয়; সাভারে সরকারদলীয় নেতার লোভ আর ক্ষমতার দম্ভের মূল্য দিতে হয় হাজারের উপর মানুষের জীবন দিয়ে। আমরা বলি- হাউ ড্যাঞ্জারাস!!!! কয়েকদিন হাহুতাশ করি, তারপর- ধুর, কে রাখে কার খবর???
// এভাবে চলে আসছে; এভাবেই চলতে থাকবে।
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:২১
কুল_কুয়াইট বলেছেন:
২| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১০
জুন বলেছেন: গতকাল রাতে এক বিয়েতে যাচ্ছি । সংসদ ভবনের সামনে গাড়ি স্পীড ব্রেকারের সামনে স্পিড কমালেই ঘ্যাস করে একটা শব্দ হচ্ছে। কি হলো ? কি হলো আমার নতুন গাড়ি? যাক আজ ওয়ার্কশপে নিয়ে গেছে শুনলাম ব্রেক শু ঠিক করতে হবে। ব্রেকের আর দোষ কি ঢাকা শহরে গাড়ি চালাতে গেলে হর্ন আর ব্রেক বেশিদিন টেকে না
কাল সারাটা রাস্তা আপনার মত ভেবেছি
কী সাংঘাতিক!! কী সর্বনাশ!!! হাউ ড্যাঞ্জারাস!!!
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:২৫
কুল_কুয়াইট বলেছেন: হাহাহাহা।
(আপনাকে কানে কানে একটা কথা বলি; আমি যে গাড়িটার কথা বলছি সেটা আমার না। আমার দুলাভাই আমাকে লিফট দিয়েছিলো )
৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১৩
মদন বলেছেন:
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:২৬
কুল_কুয়াইট বলেছেন: মদন ভাই, দুঃখ কইরা লাভ নাই। এভাবে চলে আসছে; এভাবেই চলতে থাকবে।
৪| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০
কালোপরী বলেছেন:
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭
কুল_কুয়াইট বলেছেন: দুঃখ কইরা লাভ নাই। এভাবে চলে আসছে; এভাবেই চলতে থাকবে।
৫| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৫
রাতুল রেজা বলেছেন: হাউ ড্যাঞ্জারাস ! , ভাগ্যিস যখন মেকানিক এর কাছে পৌছালো তখন ড্রাইভার বলে নি যে ব্রেক ধরছেনা
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭
কুল_কুয়াইট বলেছেন: তাইলে আজকে আর অফিস করা লাগতো না
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:০৮
সুলাইমান হাসান বলেছেন: