নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম

দিনের শেষে আমরা সবাই একা...

কুল_কুয়াইট

দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet

কুল_কুয়াইট › বিস্তারিত পোস্টঃ

২৮ জুনের যন্ত্রণা /:) :(( X(( X(

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:২১

গতকালকে কলেজের কয়েকজন ফ্রেন্ড মিলে ঠিক করলাম রাতারগুল ঘুরতে যাবো, সিলেটে। বাট ডেইট টা ফিক্স করতে পারিনি। আজকে ডেইট ফিক্স করে এক ফ্রেন্ড ফোন দিয়ে জানালো দুই দিনের ট্যুর্।

-২৮ ও ২৯ জুন।

-২৮,২৯???? আমারতো ওই দুই দিন অফিস আছে রে /:) /:) :((

-দোস্ত, ম্যানেজ কর যেমনে পারিস।

-আচ্ছা ঠিক আছে। অফিসে বলবো ফ্রেন্ডের বিয়ে, ছুটি লাগবে দুই দিনের্। :D :D B-)

-এইতো বুদ্ধি বের হইছে। ওকে বাই দোস্ত।

--ওকে বাই।



ঘন্টাখানেক পর ভার্সিটির এক ফ্রেন্ড দিয়ে বললো : দোস্ত, ২৮ তারিখ আমার রিসেপশন। তোর কিন্তু আসতেই হবে।

-২৮ তারিখ??????? নাআআআআআআআআ :(( :(( :((



তারও কিছুক্ষণ পর অফিসের কলিগরা জানালো ২৮ তারিখ নাকি অফিস ট্যুরে ঘুরতে যাবে, সারাদিনের জন্য। এইডা কিছু হইলো???? সবকিছু কেন ২৮ তারিখেই হইতে হইবো???? X( X(

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৫

তারেক বলেছেন: কারন ২৮ তারিখ হচ্ছে শুক্রবার যাহা একটি সাপ্তাহিক ছুটির দিন।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৯

কুল_কুয়াইট বলেছেন: ভাই, সারাবছর কি আর শুক্রবার নাই??? ওই একটা শুক্রবারেই কেন সব পড়তে হইবো??? :(

২| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪

আদরেজহক বলেছেন: আহা বেচারা ভাই জান মনটা খারাপ কইরেন না । X( :( ;) B-) :D :)

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯

কুল_কুয়াইট বলেছেন: কী কন ভাই? খারাপ করমু না মানে???? কতদিন পর ভাবছিলাম একটু ঘুরতে যামু তার মধ্যে কীসব কাহিনী শুরু হইলো :(

৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

হেডস্যার বলেছেন:
আগে ঘুরা তারপর বিয়া খাওয়া...শক্ত হইয়া ডিসিশান নিয়া ফালান।
ঘুরাঘুরি মিস করা ঠিক হইবে না কিন্তু।

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৭

কুল_কুয়াইট বলেছেন: হেডস্যারের কথা কি ফেলা যায় নাকি?? ওইরকমই চিন্তা করতাছি স্যার :) :)
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.