নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম

দিনের শেষে আমরা সবাই একা...

কুল_কুয়াইট

দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet

কুল_কুয়াইট › বিস্তারিত পোস্টঃ

বলেন তো বাংলাদেশের কোন এলাকা এখন লোডশেডিং মুক্ত???? জানতে হলে পড়তে হবে :D

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৩

কিছুদিন আগে পর্যন্ত কারেন্ট যে কী পরিমাণ ডিস্টার্ব করতো তা আর বলে বুঝাতে হবে না। কিন্তু কয়েকদিন ধরে কারেন্ট একদমই যাচ্ছে না। এমনকি একবারের জন্যেও না। ভালোই লাগছিলো ব্যাপারটা। তো আজকে কিছুক্ষণ আগে মা জিজ্ঞেশ করলো- কিরে, ইলেকশনের আগে কি আর কারেন্ট যাবে না নাকি???







আমি কিছু না বলে চিন্তায় পড়ে গেলাম। এই সিম্পল ব্যাপারটা মা'র মাথায় আসলো অথচ আমার মাথায় আসলো না কেন???







//রাজশাহী সিটি নির্বাচনের আগেও সেখানে অনেক দিন ধরে ঝুলে থাকা নতুন গ্যাস সংযোগ দেয়া হয়েছিলো ভোটারদের মন জয় করার জন্য। আর গাজীপুরে করা হচ্ছে কিছুদিনের জন্য লোডশেডিং বন্ধ করে দিয়ে। ভালো তো, ভালো না??? মাঝখান দিয়ে আমরা কিছুদিন লোডশেডিং মুক্ত থাকলাম। :D B-) :P

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

রাঘব বোয়াল বলেছেন: ভাই একটা সত্য কথা বলি আমাদের কোয়র্টার এলাকা লোডশেডিং মুক্ত B-)
এলাকাটি হোল ঢাকা বিমানবন্দরের কাওলা আবাসিক এলাকা।

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫১

কুল_কুয়াইট বলেছেন: ভাই, আমিও একটা কথা বলি... আপনি হিসেবের বাইরে :D

২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই আজ আমদেরে এলাকায় কারেন্ট যায়নি।

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৬

কুল_কুয়াইট বলেছেন: শুধু একদিন না গেলে হবে না। আমাদের এলাকায় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে লোডশেডিং বন্ধ। কী তামশা!!!!

৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৩

খেয়া ঘাট বলেছেন: প্রতিদিনই দেশে নির্বাচন হোক।

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:০২

কুল_কুয়াইট বলেছেন: প্রতিদিন না হোক, প্রতি মাসে দেয়া যেতে পারে।।

৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নাহ... আমাদের এলাকায় ২ মাস ধরে কারেন্ট তেমন যায় না

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

কুল_কুয়াইট বলেছেন: ভাই আপনি খুব লাকি। কোন এলাকায় থাকেন আপনি??

৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

স্বপ্ন বাংলা বলেছেন: আর আমাদের মরন দশা।কারেন্ট কখন যে আসে বুঝতেই পারিনা, কারন বুঝার আগেই ফুটুস...... X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:২৬

কুল_কুয়াইট বলেছেন: ভাই সেইম অবস্থা আমাদের এখানেও ছিলো কয়েকদিন আগে। সকালে যখন অফিসের উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হইতাম তখন কারেন্ট পাইতাম না। রাতে যখন ঘেমে-ঘুমে অসহ্য হয়ে বাসায় ফিরতাম তখনো দেখতাম কারেন্ট নাই। বাট এখন অবস্থা অনেক ভালো। আমি চাচ্ছি সবসময়ই ইলেকশন থাকুক :)

৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

কি বোর্ড বলেছেন: প্রতিদিনই দেশে নির্বাচন হলে দেশ থেকে লোডশেডিং পাঠ্যবইতে দেখতে পাবোনা ।
লোডশেডিং রচনা লেখ ১টি

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

কুল_কুয়াইট বলেছেন: আমি আমার স্টুডেন্টদেরকে একসময় লোডশেডিং এর উপর প্যারাগ্রাফ শেখাতাম।

৭| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:২৬

ইসপাত কঠিন বলেছেন: সাধারন অবস্থায় যেখানে বিদ্যুত নেই সেই এলাকা লোডশেডিং মুক্ত। অসাধারন অবস্থা হিসাবের বাইরে রাখলাম। যেমন নির্বাচন, কেপিআই সংলগ্ন এলাকা ইত্যাদি।

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

কুল_কুয়াইট বলেছেন: মাথা না থাকলে মাথা ব্যাথা কোত্থেকে থাকবে??? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.